বড় ভুল করেছিলাম তোমায় ভালোবেসে,
তাই তো জীবনের প্রতি মুহূর্ত কষ্টে কাটে।
রাতের পরে যাচ্ছে রাত চোখ থাকে নির্ঘুম,
কেমনে বুঝাই ত'রে ছিলাম আমি নির্দোষ।
হিসেব নিকেশের থাকেনা অবশিষ্ট কিছু,
পাগল এ'মনটা আজও চলে তোর পিছু।
খুঁজে দিগন্তের সীমানায়- বিশ্বাসে নির্ভীক,
পাইতে দেখা তোর দু'চোখ ছুটে দিক্বিদিক।
মনের ঘরে আছে আজও তোরই বসতি,
হৃদয়ের প্রেম ভালোবাসার নাই কমতি।
তোর ঐ-মনে মিলবে ঠাঁই-ছিল এ'বিশ্বাস,
কতদিন কতভাবে দিয়েছিলে এ'আশ্বাস।
ভাবিনি ছলনা- ভালোবাসার সবই মিথ্যে,
ভুল'তো সেটাই-দেহ নয় চেয়ে মন জিত্তে।
ভুলেছো সবি আজ-বিত্তের সুখে মশগুল,
পুড়া এ-অন্তর- দিয়ে যাই ভুলের মাশুল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন