বৃহস্পতিবার, ৬ সেপ্টেম্বর, ২০১৮

ভাবনায় নিয়েছো দখলদারী -নীলপরী

তুমি যে আমার কে ? 
ভাবনায় নিয়েছ দখলদারী!!
বিরহতাপে এই মনকে পোড়াও 
তুমি দেখি নিষ্ঠুরতার কারবারী!
ভাবনায় নিয়েছো দখলদারী।

সহস্রকাল নাকি তারও বেশী ? 
জন্ম , জন্ম ধরে 
আশেপাশে রয়েছো আমার ।।
জানতে বড় আজ সাধ জাগে
এমন করে তুমি পেয়েছো কী....?
ভাবনায় নিয়েছো দখলদারী।

আরক্ত গোধূলীর মতো এই প্রেম,
অন্ধকারকে স্বাগত জানায় 
জ্যোৎস্নারাতের এই ভেঙে বিশ্বাস।।
মিলনের আগেই হারায় অজানায়
এমন প্রেম কেউ চেয়েছিল কী...!
ভাবনায় নিয়েছো দখলদারী।

কেনো বাড়াই তবে এত অভিমান ? 
আলেয়ার পিছু নিয়ে
এগোই আমি সর্বনাশের অভিমুখে।।
কতই পুড়াবে তুমি এভাবে আমায়
জ্বলবো কতো আর আমি একাকী...।
ভাবনায় নিয়েছো দখলদারী।
তুমি যে আমার কে?
ভাবনায় নিয়েছো দখলদারী।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন