শনিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৮

আমার অন্তর আগ্নেয়গিরি

আমার বুকটা যেন ইটের বাটা
অন্তর আগ্নেয়গিরি---!!
দু'চোখ দু'টি সাগর যেন---!!
বইছে লোনা পানি---!
আমার- অন্তর আগ্নেয়গিরি---

আকাশ ছোঁয়া ভালোবাসা
ছিল এ অন্তরে---
পাহাড় সমান বিশ্বাস আমি
দিয়েছিলাম তারে---।।
আমার আকাশ মেঘে ঢাকা ---!!
হৃদয় মরুভূমি -
 আমার- অন্তর আগ্নেয়গিরি---

স্বপ্ন হারা দু'চোখ আমার
আজও তোমায় খুঁজে---
কতই সুখে সাজাইছো ঘর
তুমি অন্য বুকে---!!
শূন্য এ বুক তুমি ছাড়া---!!
পুড়ছে দিবানিশি---
আমার- অন্তর আগ্নেয়গিরি---

হয়তো অনেক সুখেই আছো
আমায় গেছো ভুলে...
নিজের হাতেই আমার ঘরে
দিয়েছো আগুন জ্বেলে...।
ব্যর্থ নয়ন প্রেম আগুনে...।।
পুড়ায় দিন রজনী...।
আমার অন্তর আগ্নেয়গিরি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন