সোমবার, ৩ সেপ্টেম্বর, ২০১৮

Craving in the vision দর্শনে ব্যাকুল

হয়েছিল দেখা তার সাথে এক শুভ্র
সকালে, নির্মল বায়ু মেখে ছিল গায়,
হাতে ছিল ফুল-ভরা ডালায় শোভিত
রূপবতী, মুগ্ধ তার চোখে-র মায়া'য়।
ষোড়শী যৌবনা অঙ্গ- উড়ু কালো চুল,
বাক্য গুণে গুণবতী, দর্শনে ব্যাকুল,
পদ্মার ঢেউ অঙ্গের দোল-ছন্দে মুগ্ধ
পথিক স্বজন বন্ধু- প্রেম তাড়নায়।

মন হারিয়ে সেদিন থেকে কাঁপে বুক,
তাকে হারানোর ভয়, বিষণ্ণতা নিত্য
মনের ঘরে, ভাবি সে রাণী আমি ভৃত্য
হবো, প্রেম পেলে তার সাজিব অবুঝ।

রূপে গুণে চৌকস, এ চোখে স্বপ্ন হায়
ঝরে যাবো, শূন্য পৃথ্বী, সে যদি হারায়।

He had seen him in a white morning,
Clean air was singing,
The flowers were in hand
Florist decorated with flowers full of flowers,
His eyes are fascinated by bargaining,
Sixteen youthful limbs -
black hair, Qualities of quality,
Desire in philosophy,
Padma waves surge swing-
Passion loving friend of rhythm in the rhythm
love can not escape.

Bleeding from the day,
The fear of losing him
Sadness in the mind- house,
I think that queen I will be a servant,
If she gets love, her Sajib is stupid.

Looks like this - It's a dream
Drop, zero earth, if he loses.

Craving in the vision
     _Naim Jahangir Noyon

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন