শুক্রবার, ৭ সেপ্টেম্বর, ২০১৮

স্রষ্টার স্বরূপ সৃষ্টিতে

মানবতার গান বেঁজে উঠুক প্রাণেপ্রাণে,
ধর্ম জাত আর উঁচু নিচুর নিষ্ঠুরতা ভুলে;
মানুষের'ই মাঝে ফিরে আসুক সাম্যতা,
সৃষ্টির প্রেমেই সদা তোর মিলবে খোদা।

চেয়ে দেখো স্রষ্টার সৃষ্টিতে কতো-প্রেম,
মিটান ক্ষুধা তৃষ্ণা সবার'ই খবর রাখেন;
রাখেন'না বন্ধ কখনওই খাদ্য বেদ্বীনের,
তবে কেন গড়ি মোরা দেয়াল বৈষম্যের?

ও'হে মানুষ অতিথি তুমি এই পৃথিবীতে,
একথা ভুলে তুমি তাল কর তিল থেকে;
অহেতুক দম্ভ তোমার দুনিয়ার বাহাদুরি,
একস্থানেই যাবো সব হবে একই বসতি।

মানুষের মাঝে খুঁজে দেখো পাবে স্রষ্টা,
স্রষ্টার স্বরূপ সৃষ্টিতে মূল'ই মানবিকতা;
বিলিয়ে দাও ভালবাসা মানবের প্রেমে,
ইহকালের এপ্রেম তুমি পাবে পরকালে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন