শনিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৮

রয়ে গেছে ক্ষত


আমি ভালোবাসি এই সুন্দর পৃথিবী,
বাঁচিবার চাই হাজার বছর জনমানুষের অন্তরে।
এইতো চাওয়া মোর, বিশ্বাসে দৃঢ় প্রতিজ্ঞ লক্ষ্যতে।

ভালোবাসা!
সেতো বড়ই উদাসী মনোভাবাপন্ন ছিল-
আমার প্রতি সর্বক্ষণ...!
ভালোবাসতে বাসতে পাওয়ার হিসেবটায়-
ব্যর্থই থেকে গেল এই জীবন।

মাঝে মাঝেই নিজেকে
প্রয়োজনহীন মনে করি পৃথিবীর বুকে!
কেন আমার এমন মনে হয়...?!
কে দিবে এর উত্তর...!
তুমি ছাড়া কারো কি জানবার কথা পৃথিবীতে..?

জানিনা,
শ্রাবণের সেঁতসেঁতে চারণভূমির মতো-
ভিজে থাকে কেন চোখ দুটোর পাতা...!
কখনওবা গড়িয়েও পড়ছে দু'ফোটা!
নেই! কেউ নেই বুঝবে এই লুকানো ব্যথা।

এমন একজন বন্ধু নাই
শুনবে বুঝবে মনের কথা
মুখ দেখিয়া সদাই।
কাঁদবে যখন আমার অন্তর-
জ্বলবে তাহার বুকের ভিতর,
চোখের উপর চোখ পড়িলে
জানবে সে মোর মনের খবর।

তোমাকে হারিয়ে আমিওতো বেঁচেই আছি,
শুধু মনটাতেই রয়ে গেছে ক্ষত;
বড্ড একাকীত্বে ডুবেছে মন-
নীড়'হীন, আশ্রয়হীন, যেন উদ্বাস্তু...!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন