জ্যোৎস্নাময় মৃদু-ঠাণ্ডাগরম রাতটি যেন স্বার্থক..!
বিগত কয়েক বছরের অতৃপ্ত নয়ন-
তোমাকে প্রথম দেখেই তৃপ্ততায় ভরে ওঠেছিল;
ভেতরের অন্দরমহল হয়েছিল আলোকিত।
বিশাল ওই দেহের লোভে পড়েছিল মনটা,
সুখ যেন ছড়ানো ছিলো শরীরের প্রতিটি অঙ্গে;
রাজসিক অঙ্গের ভাঁজে ভাঁজে ভরা ছিল যৌবন।
চোখ দুটি যেন তোমারই মত কাউকে খুঁজেছিল-
বহুকাল... বহুযুগ ধরে ছিলো তৃষ্ণার্ত...।
মুহুর্তেই প্রতীক্ষিত মনটার হয়েছিল যোগদৃষ্টি,
তোমার রসাল যৌবনে মত্ত ছিল মনটা বেহায়াপনায়!
ঘুরে ফিরে যেন তোমাকেই খুঁজছিল সম্মুখে।
খুঁজবেই না কেন...?
ভালো লাগার মতো সব গুণাগুণইতো-
ওই রাজসিক শরীরের ভাঁজে ভাঁজে ছিল লুকানো।
অবাধ্য মনটাকে কোন মতেই সামলাতে পরিনি,
একান্ত আপন হয়ে মিশেছি কল্পনায় তোমাতে..!
আহ! কি মধুর ছিল সে অনুভূতি...!
পারিনি কেবল লোকচক্ষুর ভয়ে তোমাকে জানাতে।
সারারাত চোখেই ছিলে তুমি-
উত্তেজনায় উম্মাদ হয়েছিল আমার সমস্ত ইন্দ্রীয়-
বাকি রাত তোমাকেই ভেবে ভেবে, ছিল না ঘুম...।
সত্যিই বলছি- তোমার মতন এতো আকর্ষণ-
দেখিনি কারোর মাঝে আজকের আগে...
যেমন যুবতী তুমি তেমনি যৌবনা তোমার মন।
সাহসী হিয়া তোমার- বুঝিয়েছ বিদায়ের ক্ষণে,
মনের কাঙ্খিত আশা তুমি করেছো পূরণ...।
তুমি যখন চেয়ে নিলে আমার মোবাইল নাম্বার,
তাতেই বুঝেছি স্বার্থক সেই রাত, সেই ক্ষণ।
পাইনি তোমায় কল্পনায় ভেবেছি যেমন,
তাতে কি...হয়তো পেয়েছিলাম তোমার মন...।
২৫-৩-২০১৬ইং, লেপসিয়া।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন