রবিবার, ২ সেপ্টেম্বর, ২০১৮

ভাবছি

ভাবছি এবার বদলে যাবো আমি,
কাঁদবো না আর দুঃখে কোনো,
উড়ব না আর উটকো ঝড়ে,
মন খারাপের হৃদয় খানি ঝেড়ে মুছে রং ছিটিয়ে,
রঙিন করে চোখের পাতা ভাসবো মেঘে মেঘে ☁
রংধনুর ওই ভিন্ন রঙে জীবনটাকে পাল্টে নেবো,
মনের ঘরে পুষবো না আর-
কষ্ট নামের ব্যথার পাহাড়,
শ্রাবণ হয়ে ঝরবে না আর আমার দুটি আঁখি।

ভাবছি অনেক ভুলবো এবার,
বন্ধ করে মনের দোয়ার চলবো একা পথে।
অনেক কষ্ট চাওয়ার পরে,
যার মনে'তে হলোনা ঠাঁই লাভ কি ভেবে তাকে?
বোধ এসেছে কষ্টে পুড়ে,
পাথর হৃদয় নড়বে না আর নিজের জায়গা থেকে;
ডাকবে না আর চোখের নেশায়,
যে খুশিতে হৃদয় পোড়ায়,
চাইবো না আর আলিঙ্গনে মিথ্যে পরশ পেতে।
ছলনার ওই সুখ মাড়িয়ে কষ্টে নাহয় জীবন যাবে,
তবুও ভাল হৃদয়হীনার দেখবো না মুখ সন্ধ্যা সকাল।
না পাই যদি হৃদয় কোঠা কি লাভ ক্ষণিক সাজবো পাঠা,
কয়দিনের আর জীবন যৌবন? থাকে না চিরকাল;
সময় হলে ছাড়বে মোরে খুঁজবে পথ যাওয়ার।

ভাবছি _নাঈম জাহাঙ্গীর নয়ন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন