রবিবার, ১৭ মে, ২০১৫

অতৃপ্ত নয়নে স্বাগতম

স্বাগতম রইল সকলের প্রতি। আমার অনলাইনের এই ব্লগ সিস্টেম এ একেবারেই নতুন। অনেক কষ্টেই বলতে গেলে এই ব্লগটি তৈরি করতে পারলাম।সেজন্য প্রথমে গুগলকে অভিনন্দন দিতেই হয় কারন গুগল এর মাধ্যমেই অতৃপ্ত নয়ন তৈরি করতে পেরেছি।
আমার কাউকে কষ্ট দেয়া উদ্দেশ্য নয়।তবুও কেউ আমার লেখায় কষ্ট পেয়ে থাকলে আগেই ক্ষমা চেয়ে নিছ্ছি।
অতৃপ্ত নয়ন একান্তই ব্যক্তিগত ইছ্ছা,আকাঙ্খা,পাওয়া না পাওয়া বিষয়ের প্রকাশ।আমি অতি সাধারন একজন মানুষ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন