মঙ্গলবার, ১৯ মে, ২০১৫

ও নয়ন, তোমার বুকে এত দুঃখ কেন....

ও নয়ন___তোমার মনে এত দুঃখ কেন-?
কখনো বা ঝড় তোল-কখনো অশান্ত ঢেউ-
তোমার মনের খবর জানলো না কেউ।।
শুনেছি তুমি না কি বড়ই উদার-
তাই তো তোমার কাছে প্রশ্ন আমার।।
তোমার লোনা জলে,কষ্ট যে মুছে ফেলে-
নিজের দুঃখ কেন নাওনা মুছে-!
আমারও মনে আছে কষ্টের ঢেউ-
আমার মনের কথা জানলো না কেউ!!
ও নয়ন___তোমার মনে এত কষ্ট কেন-!
বেসেছি ভাল-যারে আপন করে-
সেই তো দিল ব্যাথা সই কি করে-!!
কষ্টের ধাবানলে জ্বলে পুড়ে তিলে তিলে-
ছাই হলো এ হৃদয় বুঝলো না কেউ-!
তবুও তাকেই ভাল-বেসে যাবো-
মানবো না হার কবু মরন এলেও-!!
_______________অতৃপ্ত নয়ন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন