সোমবার, ১৮ মে, ২০১৫

ভালোবাসার হৃদপিণ্ড

প্রিয় মানুষের দেয়া কোন অপ্রত্যাশিত আঘাতে-
 ভালবাসার হৃদপিন্ড যখন এফোঁড়-ওফোঁড় হয়ে যায়,
নির্বাক কোন দুপুরে ডাহুকীর গলাফাটা চিৎকার-
সর পড়া পুকুরের পানি যেন  একটু কেপে উঠে।

থেকে থেকে গুমোটি বর্ষণ হয় আমার মনে-
কষ্টের তিক্ততার সেই বৃঁষ্টিতে -
প্লাবিত হয় আমার সুপ্ত ভালবাসা।

স্তব্ধীভূত আমার মধ্যে কেউ যেন-
হঠাৎ ক্ষেপে উঠে,
গলাফাটা নিস্তব্ধ শব্দে-
মুহুর্তেই হিংস্র হয়ে উঠে।

ভালবাসা নষ্ট হওয়ার-কষ্ট নিয়ে বেচে থাকা-
এ যেন আদি ও অকৃত্রিম ধ্বংস স্তুপের উপর-
নিজেকে সপে দিয়ে কষ্টের প্রহর গোনা।

________________অতৃপ্ত নয়ন



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন