সোমবার, ১৮ মে, ২০১৫

তোমার মনে পাইনি কখনো ঠাই...মিনতি...

এ কেমন জীবনের গতি-
যে জীবনের কোন মুহুর্ত কাটে না
 বিষন্যতা ছাড়া...!
আমার ভালবাসা.....
 আমার স্বপ্নের পৃথিবী আজ বিতৃষ্ণায় ভরা...!
 আমি ভাবতে পারিনা নিজেকে সুখি 
কোন মুহুর্তে....!
সব কিছুর মূলে কি শুধুই তুমি...?
 সব কিছুই কি তোমাকে গিরে...? 
এর উত্তরও তো জানা নেই আমার....! 
আমার চারিদিকে যেখানে তাকাই 
শুধুই অন্ধকারময় এক বিষন্যতার ছায়া....!
 এ কেমন জীবন আমার......মিনতি...?
কত চঞ্চলতায় ভরা ছিল-
আমার  নিজস্ব পৃথিবী.....
অথচ আজ জড়সড়ভাব 
কোন গতি নেই....
 মনে ভালবাসা হারানোর আর্তনাত....
তোমায় দোষ আর দেইনা এখন-
নিজেকেই দোষি...। 
আমারি তো দোষ....
তুমিতো শুধু প্রতারনাই করেছ 
আমিই দোষি....
কেন এতো বিস্বাস এতো ভক্তি
 এতো উল্লাসে মেতেছি 
তোমার সামান্য মিষ্টি হাঁসি দেখে...
 বুঝতে পারিনি কেন  
তোমার হাঁসিতে লোকিয়ে ছিল-মিথ্যে
ছিল- আমাকে কাদানোর প্রয়াস....!

আজ বুঝে গেছি.... মিনতি 
 তোমার মনে পাইনি কখনো ঠাই....!
তুমি সুখে থেকো ভালোই থেকো
বিধাতার দরবারে এই.... মিনতি।
____________________অতৃপ্ত নয়ন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন