বুধবার, ২৭ মে, ২০১৫

বধু মিটিল না সাধ ভালবাসিয়া তোমায়...

বধু মিটিল না সাধ ভালবাসিয়া তোমায়
তাই আবার বাসিতে ভালো আসিবো ধরায়
আবার বিরহে তব কাদিব
আবার প্রণয় ডোরে বাধিব
বধি নিমেষের তরে আঁখি দুটি ভরে
তোমায় দেখিয়া ঝড়ে যাব অবেলায়।

যে গোধূলি লগ্নে নববধূ হয় নারী
সেই গোধূলি লগ্নে বধু দিলে আমারে  গোরায়া শাড়ী

বধু আমার বিরহ তব গানে
সুর হয়ে কাদে প্রানে প্রানে
আমি নিজে নাহি ধরা দিয়ে
সকলের প্রেম নিয়ে দিমু তব পা'য়ে।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন