রবিবার, ১৭ মে, ২০১৫

তোমার জন্যই আজও অতৃপ্ত নয়ন...!

অতৃপ্ত নয়ন আজ তোমারই কারনে-!
তুমি ছলনাই করেছ-
 আমি বুঝতে পারিনি,বড় বিশ্বাস ছিল-
তুমি নিষ্ঠুর, সবি ভেঙ্গেছ-!

আমি আজ অসহায় এক পাখি হয়ে-
 ঘুরছি সীমাহীন অতৃপ্ত ভাসনা নয়নে ভরে-!
 মেহেদি পাতা দেখেছ কখনো? 
উপরে সবুজ ভেতরে রক্তাক্ত ক্ষত-বিক্ষত! 

নিজেকে আজ বড্ড মেহেদি পাতা মনে হয়!
 মিনতি কেমন আছো? 
বড় দেখতে ইছ্ছে করে তোমাকে-!
মনের ভিতরে কি এক অজনা কষ্ট বুঝিনা-
ভালবাসা এমনই হয় বুঝি? 

কতদিন হয় গেল-
তুমি তো সুখেই ঘর করছো-
আমার কেন নিজেকে মনে হয় পরাজিত?  
কেন ভুলতে পারিনা তোমাকে? 

তুমিতো বড়ই প্রতারক ছিলে-
তবু কেন পারি না-
 ঘৃনায়  তোমায় ভুলে থাকতে? 
তোমার মুখটি দু'চোখ থেকে সরাতে ?
কেন পারি না তোমার স্মৃতিগ্রন্থ মুছতে 
আমার অতৃপ্ত হৃদয়ের কাব্য হতে...?
তবে কি আজও ভালোবাসি তোমাকে...!

হাজারো কষ্ট আর প্রশ্নে ভরা আমার ভুবন 
 তোমার জন্যই আজও অতৃপ্ত নয়ন-!!?

_______________অতৃপ্ত নয়ন 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন