♥রাত হলেই রোজ আমি-ঝলসানো স্বপ্নের গন্ধ পাই-!
শোন্তে পাই অজানা অচেনা মানবের কান্নার সুর-
কোথাও শান্তি মেলেনি_________
মেলেনি লেম্প পোষ্টের ন্যয় স্থিরতা-!
অজনা এ কষ্টের কান্নার উৎস কোথায়-
কেন্দ্র কোথায় আমারই মতো কেউ জানে না-!
তবুও ফিরে আসা হলো না_____
ফিরে আসা হলো না ঘরহীন ঘরে-!
উনুনের ধোয়ার মতই গুরেছি শালিকের বেশে-
কোথাও মেলেনি আমার বিষিত মনের শান্তি-!!
কেন এমন হলো আমার-পুষ্প বিরাগী মন-
কেন পূজারী হলো খরা মানুষীর-
কি এমন প্রাপ্তি এ শালিকের জীবনে-?
তবুও জেগে রয় সরব স্বপ্নের খোঁজে-
জেগে রয়-আমার অতৃপ্ত নয়ন!!
কখনো দেবদারু কখনো হিজলের তলে-
কেটেছে কত কাল_____!
সময় করে কেউ বলেনি-"এসো মোর ঘুমো ঘোরে-!
এসো পথিক আগামীর স্বপ্নের ঘরে-!
তাবুও ঝলসানো স্বপ্নের সুরভী হারায় নিই-
ঘরহীন ঘরে সে পরাজয় মানে নিই-!!
_________________অতৃপ্ত নয়ন
শোন্তে পাই অজানা অচেনা মানবের কান্নার সুর-
কোথাও শান্তি মেলেনি_________
মেলেনি লেম্প পোষ্টের ন্যয় স্থিরতা-!
অজনা এ কষ্টের কান্নার উৎস কোথায়-
কেন্দ্র কোথায় আমারই মতো কেউ জানে না-!
তবুও ফিরে আসা হলো না_____
ফিরে আসা হলো না ঘরহীন ঘরে-!
উনুনের ধোয়ার মতই গুরেছি শালিকের বেশে-
কোথাও মেলেনি আমার বিষিত মনের শান্তি-!!
কেন এমন হলো আমার-পুষ্প বিরাগী মন-
কেন পূজারী হলো খরা মানুষীর-
কি এমন প্রাপ্তি এ শালিকের জীবনে-?
তবুও জেগে রয় সরব স্বপ্নের খোঁজে-
জেগে রয়-আমার অতৃপ্ত নয়ন!!
কখনো দেবদারু কখনো হিজলের তলে-
কেটেছে কত কাল_____!
সময় করে কেউ বলেনি-"এসো মোর ঘুমো ঘোরে-!
এসো পথিক আগামীর স্বপ্নের ঘরে-!
তাবুও ঝলসানো স্বপ্নের সুরভী হারায় নিই-
ঘরহীন ঘরে সে পরাজয় মানে নিই-!!
_________________অতৃপ্ত নয়ন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন