আমাদের স্কুলে অষ্টম পাশ করে -
নবম শ্রেণীর তঅন ছাত্র ছিলামম।
সেই ক্লাশের একটি মেয়ে-বাসতো আমায় ভাল-
মিনতি ছিলো তার নাম-
মিনতি ছিলো তার নাম।।
বাবা মা'র চাপে পড়ে একদিন এসে বলে-
চলো যাই দুজনে ছাড়ি বাড়ি-
পথ চেয়ে দিন গোনে আমার সে মিনতি,
অভিমানে পরলো বিয়ের শাড়ী!!
মিনতি_____ও আমার মিনতি!!
পৃথিবীর কাছে আমি আজ বড় অসহায়,
কেউ তো রাখেনা আর আমার খবর-!
বিধাতার কাছে করি একটাই মিনতি-
শান্তিতে কাপে যেন তার জীবন।।
মিনতি_______ও আমার মিনতি।
মিনতি_______ও আমার মিনতি।।
_____________অতৃপ্ত নয়ন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন