মিথিলা, আকাশের নিল দেখেছো কখনো-
কতটা গভীর আর কতটা কষ্টের,,,,,
ঐ নীলের মধ্যেই-
লুকিয়ে আছে ভালবাসাতে না পারার কষ্ট..
ভালবেসে কাঁদতে না পারার কষ্ট,মিথিলা।
আছ্ছা মিথিলা, সমুদ্রের নীল কখনো দেখেছ তুমি?
কতো গভীর সে নিল,
কতো কষ্টের সে বিশালতা....
ঐ বিশালতার ভালবাসায় বাধতে না পারার কষ্ট,
ভালবেসে ভাসিয়ে নিয়ে যেতে না পারার কষ্ট।
ঐ বিশালতায় ধারন করে জলজ সব আবেগ
সন্তর্পণে হয়তো প্রেমও...
মিথিলা, দেখো ঐ যে লাল গোলাপ
ঐতো, ওখানে সবুজের উপর টুকটুকে কুড়ি-
ওর রংটা দেখেছো?
টুকটুকে লাল আমার একদম ভালো লাগে না, অনন্ত।
ওটা লাল নয় মিথিলা, ওটা আগুন
ওটা রক্তরাঙা বারুদ।
সোমবার, ২৫ মে, ২০১৫
আকাশের নীল দেখেছো কখনো,কতোটা গভীর আর কতোটা কষ্টের...
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন