সে যেন আমার পাশে- আজও বসে আছে
চলে গেছে দিন তবু- আলো রয়ে গেছে
সে যেন আমার পাশে-আজও বসে আছে
ভেঙে যাওয়া____পাখির বাসার মতো মন,
কিছু নেই তার বুকে আজ তো এখন।
ডানা মেলে ফিরে কেন।।
আসা তার কাছে!
যেখানে আলো ছিল- সেখানে আধার
নয়নের জল হয়ে ফিরে এলো সে আবার।।
কোন তারা নেই আজ আকাশের গায়
আলেয়ার আলো এসে আলো দিয়ে যায়।
জোনাকিরা কালো রাত।।
ভরে দিয়ে গেছে।
সে যেন আমার পাসে আজও বসে আছে।।
__গানটি ভাল লাগে তাই, রেখে দিলাম... নয়ন
চলে গেছে দিন তবু- আলো রয়ে গেছে
সে যেন আমার পাশে-আজও বসে আছে
ভেঙে যাওয়া____পাখির বাসার মতো মন,
কিছু নেই তার বুকে আজ তো এখন।
ডানা মেলে ফিরে কেন।।
আসা তার কাছে!
যেখানে আলো ছিল- সেখানে আধার
নয়নের জল হয়ে ফিরে এলো সে আবার।।
কোন তারা নেই আজ আকাশের গায়
আলেয়ার আলো এসে আলো দিয়ে যায়।
জোনাকিরা কালো রাত।।
ভরে দিয়ে গেছে।
সে যেন আমার পাসে আজও বসে আছে।।
__গানটি ভাল লাগে তাই, রেখে দিলাম... নয়ন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন