বুধবার, ৩ অক্টোবর, ২০১৮

এইতো সময়

এগিয়ে যাচ্ছে পৃথিবী এগুচ্ছে মোদের বাংলাদেশ,
সভ্যতার স্বর্ণ যুগ যে এটাই জাগ্রত মানুষ বিবেক;
হচ্ছেই অত্যাচর-অনাচারে প্রতিরোধ-গণ সমাবেশ,
অবুঝ কিশোর বৃদ্ধা নারী শিশুদের-ও এই নির্দেশ।

এইতো সময় সাম্য আর মানবিক গুণাগুণ সমৃদ্ধ,
গড়তে শোষনহীন সমাজ থাকবেনা কোন বৈষম্য;
পরিচয় হবে একটা-মানবতা আর থাকবেনা রুদ্ধ,
এইতো সময় গড়তে মানবিক পৃথিবী- চলবে যুদ্ধ।

রবে না ক্ষুধার্ত ভাসমান-জাতিবেদ ধর্মান্ধ সন্ত্রাস,
স্রষ্টার সৃষ্টিতে'ই রবে একাত্মতা-ধনী গরীব সমান;
মিথ্যাচারীর মুখে থুতু-কালি পড়বে-ই চপেটাঘাত,
এইতো সময় গড়তে সমাজ গাইতে সাম্যের গান।

ক্ষমতা-লোভী অসৎ চরিত্রের হবেই বিরুদ্ধাচরণ,
জেগেছে প্রজন্ম, জাগ্রত মানব-বাংলার জনগণ;
শোষকের ভাঙবে হাত গড়বে জনতার আদালত,
এইতো সময় বৈষম্য পিষে গড়তে বিশ্বে উদাহরণ।

একটা-ই হবে ঐক্য মোদের স্বদেশ এগিয়ে নিতে,
দুর্নীতি আর দুর্নীতিবাজ রাখব না বাংলার বুকে;
আইনের সুশাসন ও খাদ্য বস্ত্র বাসস্থান নিশ্চিতে,
এইতো সময় ন্যয্য অধিকার পৌঁছাতে ঘরে ঘরে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন