আপনি নৌকায় ভোট দিয়ে কি পেয়েছেন....?
এমন প্রশ্ন তো আপনার মনে জাগতেই পারে বা কেউ আপনাকে হুট করে প্রশ্ন করে বসলেন 'নৌকায় ভোট দিয়ে আপনি কি পেয়েছেন...?' তখন আপনার পক্ষে কিছুনা কিছু তো বলতেই হবে, যেহেতু নৌকায় ভোট দেন/চান, আওয়ামী লীগের কর্মী/নেতা বলেও দাবী করেন নিজেকে। আসেন আমরা আলোচনা করে দেখি 'নৌকা' বা 'আওয়ামী লীগ' আমাদের ও দেশকে কি দিয়েছেন।
@১) আপনি নৌকায় ভোট দিয়ে "ভৌগলিক স্বাধীনতা ও লাল সবুজ পতাকার মানচিত্র" পেয়েছেন। এটা তো অস্বীকার করতে পারেন না, কি বলেন? পেয়েছেন তো?
@২) আপনি নৌকায় ভোট দিয়ে বাংলা ভাষাকে "আন্তজার্তিক মাতৃভাষা" করে গৌরবের অধিকারী হয়েছেন। সেই আওয়ামী মুসলিম লীগের কথাটা স্মরণ করতে পারেন এক্ষেত্রে, বা ছাত্রলীগ।
@৩) আপনি নৌকায় ভোট দেওয়ার কারনে পাবত্য অঞ্চলে দিপাক্ষিক চুক্তির মাধ্যমে "শান্তি প্রতিষ্ঠা" করা সম্ভব হয়েছে। এবং এর ফলে আপনার মতো পার্বত্য অঞ্চলের জনগণেরও নাগরিক অধিকার নিশ্চিত করা হয়েছে। ১৯৯৬ সালে নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়ী করার সুফল, মনে করুন একবার পুরনো সেই পার্বত্য অঞ্চলের কথা তবেই বুঝতে পারবেন সেই শান্তি চুক্তির সুফল কতটা বিশাল।
@৪) আপনি নৌকায় ভোট দেওয়ার কারনে ভারত-বাংলাদেশ "সিট মহল বিনিময়" করে পারস্পরিক সমস্যাগুলি কোনপ্রকার সমালোচনা ছাড়াই সমাধান করার কারনে আপনার দেশের ভৌগলিক সীমানা বৃদ্ধিসহ সিটমহলবাসীরা নব্য উন্নয়নশীল দেশের নাগরিক অধিকার ভোগ করতে করছেন। এটা সিটমহল-বাসীর অনেক পুরনো দিনের একটা দাবী বা অধিকার ছিলো, যা আওয়ামী লীগ সরকারের সুদক্ষ মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা'র জন্যই সম্ভব হয়েছে। এটা অস্বীকার করবেন কিভাবে!!
@৫) আপনি নৌকায় ভোট দেওয়ার কারনে মায়ানমারের কাছ থেকে আন্তজার্তিক আদালতে মামলা করে "বিশাল সমুদ্রসীমার অধিকার" অর্জন করা হয়েছে। যাতে আপনি আপনার দেশের প্রাপ্য ভৌগলিক সমুদ্রসীমা নিশ্চিত করণে নাগরিক গৌরবের অধিকারী হয়েছেন।
@৬) আপনি নৌকায় ভোট দিয়ে প্রয়োজনীয় বিদ্যূৎ উৎপাদনের সুযোগ দেওয়ায় "লোডশেডিং মুক্ত বাংলাদেশের" পথে দেশ এগিয়ে যাচ্ছে। এখন আর আগের মতো বিদ্যুৎ হারিয়ে যায় না, হারালেও কিছুক্ষণ পরেই ফিরে পাচ্ছেন। অথচ দেখেন প্রতিটি শহর নগর জেলা উপজেলা অজপাড়াগায়ের পথে কোটি কোটি রিক্সা/অটোরিকশা ব্যাটারির মাধ্যমে চালিত হচ্ছে! ভাবুন একবার, নিজের বিবেকটাকে জাগ্রত করেই ভাবুন সুনাগরিক হিসেবে।
@৭) আপনি নৌকায় ভোট দেওয়ার কারনে বাংলার মানুষের আজীবন লালায়িত "সপ্নের পদ্মা সেতু" দেশি-বিদেশী কতপ্রকার শত্রুদের মুখে জুতার বারি দিয়ে 'পদ্মা সেতু' আজ বাস্তবায়নের পথে, যাতে দেশ এবং আপনি নাগরিক হিসেবে বিশ্বময় গৌরবের অধিকারী হয়েছেন। যে সেতু চালু হলে আপনার দেশের প্রবৃদ্ধি দশে গিয়ে দাঁড়াবে দ্রুত, ভেবেছেন একবার...? ভাবুন, ভাবতে থাকুন.....।
@৮) আপনি নৌকায় ভোট দেওয়ার কারনে কর্ণফুলি নদীর নিচে "সপ্নের টানেল" বাস্তবায়নের পথে যা বাস্তবায়িত হলে আপনি চিনের সাথে তুলনা করে বলতে পারবেন 'আমাদেরও নদীর নিচে রাস্তা আছে, গাড়ি চালিয়ে পারাপার হয় নদীর নিচ দিয়ে! এতে সুনাগরিক হিসেবে দেশ নিয়ে আপনার সপ্নকে আরও একধাপ বাড়িয়ে দিল...!!
@৯) আপনি নৌকায় ভোট দিয়ে" ঢাকা-চট্টগ্রাম এবং গাজীপুর-ময়মনসিংহ রোড "চার লাইনে রুপান্তিত" করার মাধ্যমে আপনি/সেসব-অঞ্চলের জনগণ যথোপযুক্ত নাগরিক সুবিধা ভোগ করতে করছেন।
@১০) আপনি নৌকায় ভোট দিয়ে "পতেঙ্গা হতে সীতাকুণ্ড পর্যন্ত রিং রোড নির্মাণ সহ পর্যটন নগরী নির্মাণ" করে আপনার ও আপনার দেশের জনগণের সপ্নের পরিধি বাড়িয়ে তুলেছেন।
@১১) আপনি নৌকায় ভোট দিয়ে দেশের গর্ব "সেনা-নৌ-বিমান বাহিনীর জন্য আধুনিক সরঞ্জাম সংযুক্ত করে" দেশকে শক্তিশালী বা দেশরক্ষা জন্য উপযোগী বাহিনী হিসাবে গড়ে তোলতে সম্ভব করে দিয়েছেন। যাতে দেশের নাগরিক হিসেবে আপনি ও গৌরবের অধিকারী হয়েছেন বিশ্বময়।
@১২) আপনি নৌকায় ভোট দেওয়ার কারনে "আন্তজার্তিক জাতিসংঘ শান্তিমিশনে" বাংলাদেশের বিভিন্ন বাহিনী সুনামের সহিত দায়িত্ব পালন করে দেশের সুনাম বাড়িয়ে চলেছে এবং বৈদেশিক মুদ্রা অর্জন করছে, যাতে দেশের নাগরিক হিসেবে আপনিও লাভবান হচ্ছেন কোননা কোনভাবে।
@১৩) আপনি নৌকায় ভোট দিয়েছিলেন বলেই "কম দামে মোবাইল" ব্যবহার করার সুযোগ পাচ্ছেন। ইন্টারনেট কি জিনিস তা আজ অজপাড়াগায়ের মুক্ষসুক্ষ ছেলেটিও বুঝতে পারছে, বিদেশে বসে দেশের মানুষের সাথে কিংবা পরাণের বৌয়ের মুখ দেখে কথা বলতে পারতেছেন, যেখানে ছেলে লেখাপড়া করতে শহরে থাকলেও বাবা-মা সন্তানের মুখ দেখার জন্য অধীর আগ্রহে বসে থাকতেন গ্রামের বাড়িতে। এই ইন্টারনেট কানেকশন আওয়ামী লীগ সরকার তথা আপনার নৌকায় ভোট দেয়ার করণেই সম্ভব হয়েছে। নয়তো দেশের তথ্য চুরি(যদিও মূলত উদ্দেশ্য ছিলো ভারতকে আইটি সেকশনে এগিয়ে দেয়া)হওয়ার অজুহাতে বিনে পয়সায় পাওয়া 'ফাইবার অপটিক' অফারে বাংলাদেশকে যুক্ত হতে দেয়নি বিএনপি সরকার ১৯৯১ সালে ক্ষমতায় এসে। আপনি ১৯৯৬ সালে নৌকায় ভোট দিয়েছিলেন বলেই দেশের ভবিষ্যৎ চিন্তাভাবনা করে সেই বিনে পয়সায় পাওয়া 'ফাইবার অপটিক' বাংলাদেশে যুক্ত করতে পেরেছিলেন সুদূরপ্রসারী চিন্তাভাবনাকারী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী সুদক্ষ দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা, যদিও এই সংযুক্তির জন্য বাংলাদেশকে গুনতে হয়েছিল "সাড়ে সাত মিলিয়ন ডলার"। সেজনই গর্বকরে বলতে পারেন আমাদের বাংলাদেশ আজ 'ডিজিটাল বাংলাদেশ'।
@১৪) আপনি নৌকায় ভোট দিয়েছিলেন বলেই প্রতিটি ইউনিয়ন পরিষদে স্বাস্থ্যকেন্দ্রসহ প্রতিটি ওয়ার্ডে স্যাটেলাইট ক্লিনিকে "স্বাস্থ্য সেবা" পেয়ে যাচ্ছেন আপনার দেশের জনগণ সম্পূর্ণ বিনে পয়সায়।
@১৫) আপনি নৌকায় ভোট দিয়েছিলেন বলেই ইউনিয়ন পর্যায়ে "ডিজিটাল সেবা"(রেমিটেন্স,আইডি,নাগরিক তথ্যাদি,ইত্যাদি) পাচ্ছেন। বিশ্বের সাথে পাল্লা দিয়ে সকল ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে আপনার দেশ।
@১৬) আপনি নৌকা ভোট দিয়েছিলেন বলেই আপনার দেশের জনগণ আশানুরূপ 'ব্রিজ-ওভারব্রীজ-কালভার্টসহ বিভিন্ন উন্নত যোগাযোগব্যবস্থা'র সুযোগ ভোগ করছেন।
@১৭) আপনি নৌকায় ভোট দিয়ে নিত্য প্রয়োজীয় পণ্যের 'স্থিতিশীলতা'র সুযোগ ভোগ করছেন। আপনার দেশের সবজি এখন বিদেশেরও চাহিদা মিটিয়ে যাচ্ছে।
@১৮) আপনি নৌকায় ভোট দিয়েছিলেন বলেই মহান স্বাধীনতা যুদ্ধে দেশমাতৃকা ও দেশের মা-বোনদের উপর নির্যাতনের বিরুদ্ধে যাঁরা রুখে দাড়িয়েছিলেন, বাংলার সেইসব সূর্য সন্তান "বীর মুক্তিযোদ্ধাদের সম্মানিত" করতে পেরে নিজের জাতিগত কৃতজ্ঞতা ভোগ করছেন। যা বিগত কোন সরকারের সময়ে কল্পনাও করেননি হয়তো!!
@১৯) আপনি নৌকায় ভোট দিয়ে 'ভাসমান মানুষদের আশ্রয়কেন্দ্রসহ, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, সামাজিক নিরাপত্তা'র জন্য বিভিন্ন ভাতার প্রচলন করে সামাজিক নিরাপত্তা বেস্টনীকে আরো সুদৃঢ় করার কাজ করার সুযোগ সৃষ্টি করে দিয়েছেন, যাতে কিছু অসহায় মানুষ সুন্দর ভাবে বাচাঁর সপ্ন দেখছেন, এখানেও দেশের নাগরিক হিসেবে আপনি গৌরবের অধিকারী।
@২০) আপনি নৌকায় ভোট দিয়েছিলেন বলেই দেশের গরীব বাবা-মায়ের সন্তানের জন্য প্রতি বছর ১লা জানুয়ারি'তে বিনামূল্যে "নতুন বই" পাওয়ার ব্যবস্থা হয়েছে। যাতে আপনার সন্তানও লাভবান হচ্ছেন।
@২১) আপনি নৌকা ভোট দিয়েছিলেন বলেই "মেডিকেল কলেজসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সিট বাড়িয়ে" আপনিসহ দেশের জনগণের সন্তানদের জন্য 'উন্নত শিক্ষা এবং চিকিৎসা' নিশ্চিতের সুযোগ পেয়েছেন।
@২২) আপনি নৌকায় ভোট দিয়েছিলেন বলেই আপনিসহ দেশের মানুষ উন্নত দেশের মতো "নাগরিক পরিচয় পত্র"(স্মার্ট কার্ড) এর অধিকারী হয়েছেন।।
@২৩) আপনি নৌকায় ভোট দিয়ে অনেক গৃহহীন পরিবারকে সরকারের পক্ষ থেকে "গৃহ নির্মাণ" করে দিয়ে ঘরের মালিক হওয়ার সুযোগ করে দিয়েছেন।।
@২৪) আপনি নৌকায় ভোট দিয়েছিলেন বলেই মহাকাশের আকাশে স্যাটেলাইট(বঙ্গবন্ধু স্যাটেলাইট) পাঠানোর সুযোগ সৃস্টি হয়েছে। যে কাজে আপনি দেশের নাগরিক হিসবে বিরল গৌরবের অধিকারী হয়েছেন।
@২৫) আপনি নৌকায় ভোট দিয়ে দেশের মানুষকে আশানুরূপ টিভি চ্যানেলসহ ডিজিটাল পদ্ধতিতে "তথ্যপ্রবাহের অবাধ সুযোগ" ভোগ করতে সহযোগিতা করছেন।
@২৬) পৃথিবীর ইতিহাসে জঘন্যতম হত্যাকান্ড 'জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান'সহ তাঁর পরিবারের সকল শহীদদের নৃশংস হত্যাকাণ্ড'-এর জন্য ব্যক্তিগত বা জাতিগতভাবে আপনি আপসোস থেকে হতাশা বা অপরাধ-বোধ করতেন বিচার না পেয়ে, আপনি নৌকায় ভোট দিয়েছিলেন বলেই "বাংলার মাটিতে সেই নৃশংস হত্যাকান্ডের বিচার" বিশ্ববাসীসহ বাংলার মানুষ দেখার সুযোগ পেয়েছেন, আপনি দেখেছেন।
@২৭) আপনি নৌকায় ভোট দিয়েছিলেন বলেই '৭১-এর দালাল আলবদর আলশামস "রাজাকারদের বিচার" বিশ্ববাসীর সাথে আপনিও নিজচোখে দেখে তৃপ্তির শ্বাস ছেড়েছেন, যা জাতিগতভাবে আপনার সকল অপরাধবোধ'কে নিরুৎসাহিত করে আপনার আগামী দিনের নাগরিক অধিকার কে নিশ্চিত করেছে।
@২৮) আপনি নৌকায় ভোট দিয়েছিলেন বলেই আপনার দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করে তুলে "ডিজিটালিস বাংলাদেশ"-এ রুপান্তর করার মাধ্যমে আপনার ও দেশের সপ্নের আওতাকে আরো একধাপ বাড়িয়ে তুলেছেন।
@২৯) আপনি নৌকায় ভোট দিয়েছিলেন বলেই এলএমজি তরল গ্যাসের মাধ্যমে গ্যাস সংকট দুর করে "গ্যাস, বিদ্যুৎ, পানিসহ আপনার ও দেশের জনগণের নাগরিক সেবা" নিশ্চিত বাস্তবায়নের ধারপ্রান্তে এগিয়ে গিয়েছে আপনার প্রিয় বাংলাদেশ।
@৩০) আপনি নৌকায় ভোট দিয়েছিলেন বলেই দেশের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করে আপনি ও দেশের মানুষ দিনদিন 'বেকারত্বের অভিসাপ' মুক্ত হচ্ছেন। দিনদিন বেড়েই চলেছে সোনার বাংলা গড়ার কর্মযজ্ঞ।
@৩১) আপনি নৌকায় ভোট দেওয়ার কারনে কৃষিখাতের বৈপ্লবিক পরিবর্তনে "খাদ্যে স্বয়ং সম্পুর্ণ" হয়েছে আপনার আমার প্রিয় বাংলাদেশ।। বহিঃ বিশ্বে প্রাকৃতিক দুর্যোগকালে আমাদের দেশও এখন খাদ্য সহায়তাদানের গৌরব অর্জন করতে পেরেছেন।
@৩২) আপনি নৌকায় ভোট দেওয়ার কারনে আন্তজার্তিক পরিমন্ডলে "দুর্নীতির সূচক হ্রাস" ও নন্দিত এবং "উন্নয়ন বান্ধব প্রধানমন্ত্রী" হিসাবে আপনার দেশের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা'র নামের সাথে আপনার আমার প্রিয় 'বাংলাদেশ' বিশ্বের মধ্যে একটি আলোচিত দেশের নাম। যা আপনার সাথে দেশের মানুষ তথা সমগ্র বাংলা-ভাষীকে গৌরবের অধিকারী করে।
@৩৩) আপনি নৌকায় ভোট দেওয়ার কারনেই আজ "মাদক মুক্তের পথে এবং জঙ্গি দমনে বিশ্বের কাছে অনুকরণীয় হয়ে ওঠেছে আমাদের প্রিয় বাংলাদেশ।।
@৩৪) আপনি নৌকায় ভোট দিয়েছিলেন বলেই পার্শ্ববর্তী বন্ধুদেশ সমুহের সাথে কুটনৈতিক সমস্যাদির সাধারণ ও 'রোহিঙ্গা ইস্যু'তে আন্তজার্তিক সম্প্রদায়ের সুদৃস্টি আকর্ষণে সক্ষম হয়েছে আপনার আমার প্রিয় বাংলাদেশ, এখানে দেশের সাথে নাগরিক হিসেবে আপনিও গর্বিত ও লাভবান।
@৩৫) নৌকায় ভোট দিয়ে আপনি নাগরিক সুবিধাদি যেমন- 'অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা'সহ যাবতীয় নাগরিক সুবিধাদি বাস্তবায়নের দিকে প্রত্যাশাতীতভাবে এগিয়ে যেতে সহযোগিতা করেছেন আমাদের প্রিয় বাংলাদেশ'কে।।
সামগ্রিকভাবে এইসব প্রাপ্তির প্রতি ভরসা রেখে দেশ ও দেশের জনগণের ভাগ্য উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় এবং বাস্তবায়নাধীন উন্নয়ন প্রকল্পগুলো সুন্দর-সুষ্ঠুভাবে বাস্তবায়ন করে প্রিয় 'বাংলাদেশ'কে উন্নত দেশের কাতারে পৌঁছে দিতে সামনের জাতীয় নির্বাচনে নৌকা প্রতীকে ভোট প্রদান করে প্রিয় বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রায় বাংলার মানুষের শেষ-আশা ও একমাত্র ভরসাস্থল দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার পাশেই থাকুন।।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের।
উন্নত'দেশ-গড়ার শপথ নিন নৌকা মার্কায় ভোট দিন,
এগিয়ে চলুক দুরন্তর গতিতে প্রিয় বাংলাদেশ সুদক্ষ ও সুপ্রিয় দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা'র হাত ধরে। এটাই হোক একজন সুনাগরিকের কর্ম ও কাম্য।।
_______________________________________
[লেখাটি Md Amarot ভাইয়ের ইনবক্সে পাঠানো লেখা থেকে অনুপ্রাণিত হয়ে লেখা।]