ঘুম আসে না- একলা রাতে।।
তোমারি ভাবনা, নিশিত একেলা
বিরহ যাতনায় ভরে মন;
তুমি আজ কতো দূরে,
হয়'তো গিয়েছো ভুলে,
তবু কেন কাঁদে নয়ন।।
একটি নাম-ই দমে দমে আসে,
চোখের পাতায় শুধু ও'মুখ ভাসে।।
হারানোর বেদনা, কতদিনের কথা,
মরু মরু-বুকে ভাসায় শ্রাবণ।
এ'কেমন কষ্ট তুমি দিলে বলো,
সাজানো জীবন আজ এলোমেলো।।
বিষণ্ণ তুমি ছাড়া, দুচোখে জলধারা,
ভালো হতো যদি দিতে মরণ।
কেমন করে ভুলবো তোমার মুখ
কেমন করে ভুলবো তোমার মুখ
যখনতখন চোখের পাতায় ভাসে।
ভালোবাসার স্বপ্ন দিয়ে,
রইলা তুমি অনেক দূরে;
কাছে পাওয়ার জন্য এই মন-
সদা ব্যাকুল থাকে-রে...।
ঘুমের ঘুরে দেখি তোমায়
জেগে পাই না কাছে,
বাকি রাতে বালিশ ভিজে
নীরব চোখের জলে...।।
হয়তো তুমি আছো সুখে-
আমার চোখের ঘুম কেঁড়ে;
ভুল করেওকি আমার কথা
হয় না তোমার মনে-রে...!
গ্রাম পোস্ট অফিস নাই জানা নাই
পত্র লেখবো কিসে,
কতো বছর পেরিয়ে গেলো
হয়তো গেছো ভুলে...!!
পাষাণ তুমি কেমন করে,
ভূলছো আমায় চিরতরে;
তোমার জন্য মনটা ভিজে
আজও চোখের জলে-রে।
কেমন করে ভুলবো তোমার মুখ
যখনতখন চোখের পাতায় ভাসে।।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:০২
আমার বুকটা যেন ইটের ভাটা
অন্তর আগ্নেয়গিরি---!!
দু'চোখ দু'টি সাগর যেন---!!
বইছে লোনা পানি---!
আমার- অন্তর আগ্নেয়গিরি---
আকাশ ছোঁয়া ভালোবাসা
ছিল এ অন্তরে---
পাহাড় সমান বিশ্বাস আমি
দিয়েছিলাম তারে---।।
আমার আকাশ মেঘে ঢাকা ---!!
হৃদয় মরুভূমি -
আমার অন্তর আগ্নেয়গিরি---
স্বপ্ন হারা দু'চোখ আমার
আজও তোমায় খুঁজে---
কতই সুখে সাজাইছো ঘর
তুমি অন্য বুকে---!!
শূন্য এ বুক তুমি ছাড়া---!!
পুড়ছে দিবানিশি---
আমার অন্তর আগ্নেয়গিরি---
হয়তো অনেক সুখেই আছো
আমায় গেছো ভুলে...
নিজের হাতেই আমার ঘরে
দিয়েছো আগুন জ্বেলে...।
ব্যর্থ নয়ন প্রেম আগুনে...।।
পুড়ায় দিন রজনী...।
আমার অন্তর আগ্নেয়গিরি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন