বৃহস্পতিবার, ২৫ অক্টোবর, ২০১৮

শুভ সকাল Good Morning

শীতল হাওয়ার স্রোতোবহা আজ প্রভাতের-গায়ে।
আহ! কি মিষ্টি পরশে বারবার নেচে উঠছে হিয়া! 
সারারাত সুখনিদ্রা শেষে শিহরণ জাগানিয়া ভোর,
তোমারই জন্য অপেক্ষমাণ স্নিগ্ধ বাতাসের স্পর্শ।

বেরিয়ে এসো ওই ঘর থেকে- দেখো মুক্ত আকাশ, 
কতই'না সুমিষ্ট কণ্ঠে গেয়ে যাওয়া পাখিদের গান;
পাশের বাগানে জেগে উঠা জুঁই আর বকুলের গন্ধে
মাতাল হবেই আজ মুগ্ধতায়-উষ্ণ চঞ্চল বেসামাল।

কেমন আছো বন্ধু...? 
মুছে ফেল ঘুম ও'চোখ থেকে, 
চেয়ে দেখো- কতনা উচ্ছ্বল-চঞ্চলা মধুকুঞ্জ,
পাঠিয়েছি স্বর্ণাভ-ভালোবাসা ভরে রক্তমাখা সূর্য।

প্রভাতের মত রঙিন আর ভোরের বাতাসের মতই
বিশুদ্ধ-কোমলতায় ভরে উঠুক ওই হৃদয় তোমার, 
প্রেমানন্দে ভরুক পৃথিবী-জয় হোক ভালোবাসার; 
শুভকামনায় নিরন্তর-তোমা-তরে এই শুভ সকাল।

Cold air flow today morning-on-the-wall,
Ah! What is going on dancing in the sweet!
At dawn awakening at the end of the night,
The touch of the warm air waiting for you.

Come out from that house - see the sky,
How many songs are sung in a happy voice;
Jasmine and bacul's smell awakened in the nearby garden
Today will be drunk-in the heart of the fierce frenzy.

How are you friends ...?
Wipe out of the eyes,
Look at how much lavish-sprayed honey-place
Sent the gold-filled love blood filled with sun.

Colorful like morning,
And pure-softness as the morning wind-
The heart is filled with pureness,
The world overflows with love- win love;
Best wishing continues- this good morning on your side.

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন