শনিবার, ৬ অক্টোবর, ২০১৮

আসবে কি মধুক্ষণে

বেদনার কষাঘাতে ক্ষতবিক্ষত- কূল হারা হৃদয়ের
আর্তনাদ শুনবার মতো কেউ নেই, অথৈ সাগরের
সর্বনাশা ঢেউয়ের বিকট গর্জনে কম্পিত চারিধার,
যেনো করিয়ে দিচ্ছে সাক্ষাৎ মৃত্যুর সাথে বারবার।

এমন'ই নির্মম সময়ে ভরসা'পূর্ণ সাহস নিয়ে এলে,
প্রেমানলে পুড়া অঙ্গার মন'কে নিলে আপন করে।
সপে দিলাম তোমা তরে অবশিষ্ট থাকা বিশ্বাসটুকু,
জনম জনমের সাথী মনে হয় যদিও দেখিনি কভু।

মিষ্টি ভাষী মোর মনের সাথে অসাধারণ এক মিল,
হয়তো অনেক ভালবাসি তয় বলবোনা কোনদিন।
বুঝে নিও বন্ধু মায়য় ভরা এই অন্তরের অন্তঃস্থল,
তোমার জন্য অগ্রাধিকার ঝরালেও চোখের জল।

কোকিল কণ্ঠের মালিক তুমি ভীষণ ভালো লাগে,
অনেক কষ্টে পুড়াওগো বন্ধু একলা নিশিত রাতে।
কি যাদু ওই মুখে তোমার না জানি অঙ্গে কতরূপ,
কথা শুনেই'তো হইলাম পাগল দেখিতে ইচ্ছে খুব।

তুমিও কি ভাবো বন্ধু ম্বপ্নে সাজাই যেমন, আমার
বুকে ওই'মুখ-কত মধুর উত্তাল সাগরে ডুবসাঁতার!
সাগরের লোনা জলে বেতাল-ঢেউয়ের আগ্রাসনে-
উম্মাদ যৌবন বড় বেসামাল,আসবে কি মধুক্ষণে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন