সোমবার, ২২ অক্টোবর, ২০১৮

নৌকায় ভোট দিয়ে কি পেয়েছেন -Amarot

আপনি নৌকায় ভোট দিয়ে কি পেয়েছেন???
১) আপনি নৌকায় ভোট দিয়ে "ভৌগলিক স্বাধীনতা ও লাল সবুজ পতাকার মানচিত্র " পেয়েছেন।
২) আপনি নৌকায় ভোট দিয়ে বাংলা ভাষাকে "আন্তজার্তিক মাতৃভাষা" করে গৌরবের অধিকারী হয়েছেন।
৩) আপনি নৌকায় ভোট দেওয়ার কারনে পাবত্য অঞ্চলে দিপাক্ষিক চুক্তির মাধ্যমে "শান্তি প্রতিস্টা" করা সম্ভব হয়েছে।এবং ফলে আপনার নাগরিক অধিকার নিশ্চিত হয়েছে।।
৪)আপনি নৌকায় ভোট দেওয়ার কারনে ভারত-বাংলাদেশ" সিট মহল বিনিময় "করে পারস্পরিক সমস্যাগুলি সমাধান করার কারনে আপনি নাগরিক অধিকার  ভোগ করছেন।
৫) আপনি নৌকা ভোট দেওয়ার কারনে মায়ানমারের কাছ থেকে  আন্তজার্তিক আদালতে মামলা করে" বিশাল সমুদ্রসীমার অধিকার" অর্জন  করা হয়।যা আপনি গৌরবের অধিকারী হয়েছেন।
৬)আপনি নৌকায় ভোট দিয়ে প্রয়োজনীয় বিদ্যূৎ উৎপাদনের সুযোগ দেওয়ায় "লোডশেডিং মুক্ত বাংলাদেশের" পথে দেশ এগিয়ে যাচ্ছে।
৭)আপনি নৌকায় ভোট দেওয়ার কারনে বাংলার মানুষের  আজীবন লালায়িত সপ্নের"পদ্মা সেতু" বাস্তবায়নের পথে,যা আপনি গৌরবের অধিকারী।
৮) আপনি নৌকায় ভোট দেওয়ার কারনে কর্ণফুলি নদীর  নিচে সপ্নের "ট্যানেল" বাস্তবায়নের পথে যা আপনার সপ্নকে আরও একধাপ বাড়িয়ে দিল।
৯) আপনি নৌকায় ভোট দিয়ে" ঢাকা-চট্টগ্রাম রোড চার লাইনে রুপান্তিত "করে আপনি নাগরিক সুবিধা ভোগ করছেন।
১০) আপনি নৌকায় ভোট দিয়ে" পতেঙ্গা হতে সীতাকুণ্ড পর্যন্ত রিং রোড নির্মাণ সহ পর্যটন "নগরী নির্মাণ করে আপনার সপ্নের পরিধি বাড়িয়ে তুলেছেন।
১১) আপনি নৌকায়  ভোট দিয়ে দেশের গর্ব "সেনাবাহিনী, নৌবাহিনী, ও বিমানবাহিনী জন্য আধুনিক সরঞ্জাম সংযুক্ত করে" শক্তিশালী দেশরক্ষা জন্য উপযোগী বাহিনী  হিসাবে গড়ে তোলা সম্ভব হয়েছে।যা আপনি ও গৌরবের অধিকারী।
১২) আপনি নৌকায় ভোট দেওয়ার কারনে "আন্তজার্তিক জাতিসংঘ শান্তিমিশনে " বাংলাদেশ বিভিন্ন বাহিনী  সুনামের সহিত দায়িত্ব পালন করে দেশের সুনাম বাড়ানো ও বৈদেশিক মুদ্রা অর্জন  করছে।যা আপনি ও লাভবান হচ্ছেন।
১৩) আপনি নৌকায় ভোট দিয়ে "কম দামে মোবাইল" ব্যবহার করার সুযোগ পাচ্ছেন।
১৪) আপনি নৌকায় ভোট দিয়ে প্রতিটি ইউনিয়ন পরিষদ স্বাস্থ্যকেন্দ্রে "স্বাস্থ্য সেবা" পাচ্ছেন।
১৫)আপনি নৌকায় ভোট দিয়ে ইউনিয়ন পর্যায়ে "ডিজিটাল সেবা"( রেমিটেন্স,আইডি,নাগরিক তথ্যাদি,ইত্যাদি) পাচ্ছেন।
১৬) আপনি নৌকা ভোট দিয়ে আশানুরূপ  "ব্রিজ, কালভার্ট,উন্নত যোগাযোগব্যবস্থার "সুযোগ ভোগ করছেন।
১৭) আপনি নৌকায় ভোট দিয়ে নিত্য প্রয়োজীয় পণ্যের "স্থিতিশীলতার পরিবেশের" সুযোগ ভোগ করছেন।
১৮) আপনি নৌকায় ভোট দিয়ে" মুক্তিযোদ্ধা সন্মানী বাড়ানো ও আনুষঙ্গিক সুবিধাদি" ভোগ করছেন।যা কোন সরকার বিগত সময়ে করেনি।।
১৯) আপনি নৌকায় ভোট দিয়ে "বয়স্ক ভাতা,বিধবা ভাতা,প্রতিবন্ধী ভাতা সহ সামাজিক নিরাপত্তার" জন্য বিভিন্ন ভাতার প্রচলন করে সামাজিক নিরাপত্তা বেস্টনীকে আরো দৃঢ় করায় কিছু অসহায় মানুষ সুন্দর ভাবে বাচাঁর সপ্ন দেখছে,যা আপনি গৌরবের অধিকারী।
২০) আপনি নৌকায় ভোট দিয়ে আপনার সন্তানের জন্য প্রতি বছর ১লা জানুয়ারি তে "নতুন বই" পাচ্ছেন।যা আপনার সন্তান সহ আপনি লাভবান হচ্ছেন।
২১) আপনি নৌকা ভোট দিয়ে "মেডিকেল কলেজ সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সিট বাড়ানো" সহ আপনার সন্তানের জন্য উন্নত শিক্ষা নিশ্চিতের সুযোগ পেয়েছেন।
২২) আপনি নৌকায় ভোট দিয়ে উন্নত দেশের মতো "নাগরিক পরিচয় পত্র" "স্মার্ট  কার্ড " এর অধিকারী হয়েছেন।।
২৩) আপনি নৌকায় ভোট দিয়ে অনেক গৃহহীন পরিবার কে সরকারপক্ষ  থেকে "গৃহ নির্মাণ " করে ঘরের মালিক হওয়ার সুযোগ করে দিয়েছেন।।
২৪) আপনি নৌকায় ভোট দিয়ে "বংগবন্ধু স্যাটেলাইট " মহাকাশে পাঠানোর সুযোগ সৃস্টি করেছেন।যা আপনি বিরল গৌরবের অধিকারী হয়েছেন।
২৫) আপনি নৌকায় ভোট দিয়ে আশানুরূপ টিভি চ্যানেল সহ ডিজিটাল পদ্ধতিতে" তথ্যপ্রবাহের অবাধ সুযোগ"ভোগ করছেন।
২৬) আপনি নৌকায় ভোট দিয়ে,  যে মুজিক হত্যাকান্ড নিয়ে আপনি আপসোস ও হতাশায় ভোগতেন,সেই "জাতির জনকের হত্যাকান্ডের বিচার" বাংলার মাটিতে দেখেছেন।
২৭) আপনি নৌকায় ভোট দিয়ে" ৭১ এর দালাল রাজাকারদের বিচার" নিজচোখে দেখলেন,যা আপনার সকল  অপরাধ কে নিরুৎসাহিত করে আপনার নাগরিক অধিকার কে নিশ্চিত করবে।
২৮) আপনি নৌকায় ভোট দিয়ে দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করে" ডিজিটালিস বাংলাদেশে রুপান্তর"আপনার সপ্নের আওতাকে আরো একধাপ বাড়িয়ে দিল।
২৯) আপনি নৌকায় ভোট দিয়ে এলএমজি তরল গ্যাসের মাধ্যমে গ্যাস সংকট দুর করে আপনার "নাগরিক সেবাসহ গ্যাস, বিদ্যুৎ, পানি" নিশ্চিত সেবা বাস্তবায়নের ধারপ্রান্তে প্রিয় বাংলাদেশ।
৩০) আপনি নৌকায় ভোট দিয়ে দেশের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করে আপনি ও" বেকারত্বের  অভিসাপ" মুক্ত হচ্ছেন।
৩১) আপনি নৌকায় ভোট দেওয়ার কারনে কৃষিখাতে বৈপ্লবিক পরিবর্তন এনে দেশ খাদ্যে" স্বয়ং সম্পুর্ণের" পথে প্রিয় বাংলাদেশ।।
৩২) আপনি নৌকায় ভোট দেওয়ার কারনে আন্তজার্তিক পরিমন্ডলে" দুর্নীতির সূচক হ্রাস" ও নন্দিত ও" উন্নয়ন বান্ধব  প্রধানমন্ত্রী" হিসাবে জননেত্রী  শেখ হাসিনার  নাম ও বাংলাদেশ বিশ্বের মধ্যে আলোচিত  নাম।যা আপনি গৌরবের অধিকারী।
৩৩) আপনি নৌকায় ভোট দেওয়ার কারনে  আজ "মাদক ও জংগীবাদ" মুক্তের পথে  প্রিয় বাংলাদেশ।।
৩৪) আপনি নৌকা ভোট দিয়ে পার্শ্ববর্তী দেশ সমুহের সাথে সমস্যাদি সহ "রোহিঙ্গা  ইস্যু "আন্তজার্তিক সম্প্রদায়ের দৃস্টি আকর্ষণ সহ উক্ত  সমস্যার স্থায়ী সমাধানের পথে প্রিয় বাংলাদেশ। যা আপনি লাভবান।
৩৫) নৌকায় ভোট দিয়ে আপনি নাগরিক সুবিধাদি যেমন- অন্ন,বস্ত্র,বাসস্থান,চিকিৎসা সহ যাবতীয়  নাগরিক সুবিধাদি বাস্তবায়নের দিকে এগিয়ে যাবে প্রিয় বাংলাদেশ।।
উন্নয়নের ধারাবাহিকতা রক্ষারর জন্য বাস্তবায়নাধীন প্রকল্প গুলো সমাপ্ত করার স্বার্থে নৌকা ও   বাংলার আশা ভরসার প্রতীক জননেত্রী  শেখ হাসিনার পাশে থাকুন।।
"উন্নয়নের শপথ নিন
নৌকা মার্কায় ভোট দিন"।। Md Amarot, ফেসবুক ইনবক্সে পাঠিয়েছেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন