মঙ্গলবার, ৩০ অক্টোবর, ২০১৮

ভাবিনি

আমি তো তোমাকে হারিয়ে-
ব্যর্থ হইনি...!
তবুও আকাশের চাঁদটাকে দেখে-
কেন যেন মনটা কেঁদে ওঠে,
বলতে থাকে-
যদি পাশে থাকতে তুমি...!
কতই না মজা হতো....
দু'জনের একসাতে কাটতো নিশি।

তোমাকে হারিয়েছি বলেই কিন্তু-
আমি কাঁদিনি!
আমার একাকী প্রহর গুলোই-
বাড়িয়ে তুলে যন্ত্রণা,
তিল তিল করে গড়া আমার-
স্বপ্নরাজ্য ভাঙার কষ্ট কি!
তা কেবল আমিই জানি
তুমি তো কখনওই বুঝনি...।

তোমার সাথে ঘর বাঁধা হয়নি বলেই-
ভেঙে পড়িনি...!
বরঞ্চ, আমাকে সুখী করে তুলে
তোমার সুখী মুখটা...!
আমি তো অযোগ্য ছিলাম-
তোমার জন্য বড্ড অশনি...!
শুধু ভালোবাসা দিয়েই কাউকে-
সুখে রাখ যায় না, ভাবিনি!!

৩০ অক্টোবর ২০১৬ইং

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন