তোমার জন্য'ই হয়তো এসেছিলাম পৃথিবীতে,
সেজন্য বুঝি হয়েছিল দেখাসাক্ষাৎ দুজনাতে।
কতনা অসাধ্য ছিল, কমতো ছিলনা অপবাদ,
মিশেছি তবুও-মিটিয়েছি জীবনের যতো-স্বাদ।
বুঝেছি প্রেম-ভালবাসার আবদার যতো-ইচ্ছে,
স্বর্গীয় সব মুহূর্ত'ই আজ যেন রূপকথা-কিচ্ছে।
যখন ডুবে যাই নীরবতায় দ্বার খুলে ভাবনার,
ভেসে উঠে স্মৃতিপট দুই চোখে স্রোত কান্নার।
কেন কোন আশা মিছে বেঁচে থাকা-যুক্তিহীন,
বিষাদের কারণ হয়েছি সবার-যেন ভিত্তিহীন।
ভেসে গেল সবই আমার, বুকে ব্যথা চিনচিন,
ফিরবে না আর ভাবলে জ্বালা বাড়ে দিনদিন।
নিজেকে পুড়িয়ে-ও খুঁজে পেয়েছি সুখ তখন,
অনুভূতি দেখেছি তোমাতে-আমার প্রয়োজন।
ভেবেছিলাম সার্থক জন্ম হে-প্রিয়জন শোনো,
তোমা ছাড়া বড্ড একা-প্রয়োজন নাই কোনো।
অথচ দেখো ভাগ্যের পরিহাস-কী অমানবিক!
বৃথাই হলো জন্ম-নিষ্ফল ছুটে চলি দিক্বিদিক।
৪-৬-২০১৮ইং সকাল ৯.৪০ মিঃ
______
You've probably come here on earth,
That's why I realized I was seen in the world.
How impossible it was, never wasted,
Nevertheless, the taste of life - the taste of life
Understand love and affection as much as you want,
All the moments of heaven are the fairy tales of today.
When you drown in silence,
Breathe in the memories of the two eyes, the tears of weeping
Why there is no hope of living-irrational,
The cause of the depression has been all-baseless.
It was all my chest, cheek pain,
Do not come back and think that irritation increases day by day.
I found myself burnt and burnt, then,
I have seen the feeling in you-I need it.
I thought it was the perfect birth, listen to the dear ones,
Without you alone, there is no need to be alone.
But look at the mockery of what is inhuman!
Futility is a birthless and runny path.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন