যৌবনারম্ভের শুরুতেই
তোমার সাথে আমার সম্পর্ক গড়ে উঠেছিল।
না বুঝতাম ভালোবাসা,
না বুঝতাম কাকে বলে হৃদয়ের বন্ধন...।
দিনে দিনে তোমার সাথে সাক্ষাতে সাক্ষাতেই
বেড়ে উঠে মনের ভিতর এক মহা-প্রেমের সমুদ্র।
হৃদয় গহীনে জৈবিক চাহিদার পাশাপাশি
ঘর বাঁধে বিরহব্যাথা যন্ত্রণা কাতর সময়গুলো।
বড্ড বেরসিক ছিল সেই সময়ের মুহুর্ত গুলো,
তোমাকে বুঝতে দেইনি কখনো,
তা চেপেই রেখেছিলাম হাসির আড়ালে,
তুমিও বুঝতে চাওনি,
তোমার লোভী মনটা হয়তো বুঝতেই পারেনি...।
আজ আমি তুমি-হারা...
বলতে গেলেই চোখদুটো কেমন ছলছলে হয়ে ওঠে;
হৃদয়ের গহীনে বয়ে চলে মহাপ্রয়াণের কষ্ট,
কি যে অসহ্য যন্ত্রনা তুমি তা বুঝবেনা কিছুতেই।
আমি তোমার হতে গিয়ে
হারিয়েছি আমাকে,
না হতে পারলে তুমি আমার,
না খুঁজে পাই আমি নিজেকে..!
মানুষের প্রয়োজন যখন অতিরিক্ত কিংবা
একেবারেই শূন্যে নেমে আসে,
তখন মানুষ স্তব্ধ হয়ে যায়,
এর থেকে মুক্তির পথ খুঁজতে থাকে।
আমি-
আমাকে ধ্বংস করেছি
তাতে দুঃখ নেই,
কিন্তু,
তোমাকে দেয়া কথা
রাখতে পারিনি...
আমি বেঁচেই আছি...?
এখানেই বেদনার শেষ নেই।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন