শুধুই তোমার জন্য- লক্ষ কোটি বছর ধরে-
অনন্ত কষ্টের প্রতিযোগিতায় পারি টিকতে।
বিষণ্ণ শূন্যতায় স্তব্ধ, তবুও রক্ত-কণিকা জুড়ে
এক নাম-ভালোবাসা প্রবাহিত, তুমি অস্তিত্বে।
দুনিয়াময় যতো সুন্দর- সুখ তোমাতে'ই ভাবী-
আমার আনন্দ বিশ্বাস মসজিদ মন্দির গির্জা।
চাঁদমুখ আর হাসি জেনো জীবনের চেয়ে দামি,
ভুলে যেতে পারি অনন্ত-দহন পৃথ্বী'র, তুমি ছাড়া।
কতো স্বপ্ন! তিল তিল করে সাজান প্রেম, ঘর
বাঁধিবার অপ্রতিরোধ্য সাধ-বিশ্বাস এ'বুকে ছিল!
আভিজাত্যের অহমিকায় মাড়িবে, করবে পর
ভাবিনি! কি আমার অপরাধ, কতটুকু দোষ বল!
বুকের ভিতর নিত্য জ্বলন্ত আগ্নেয়গিরির দহন,
কারণ-অকারণে অতৃপ্ত মন-চোখে লাভা নিঃসৃত।
দেখতে পায়'না কেউ-নেই'তো বুঝবে কষ্ট-বেদন,
সেইদিন থেকে নীরব-পুড়ন অনুভূতিহীন-অর্ধমৃত।
কতভাবে কতদিন করেছি ভালোবাসার মিনতি,
বোঝতে চাওনি হৃদয় চিরে বেরিয়ে আসা সেকথা!
বেঁচেই তো আছি! তুমিহীনা মরুময় মনের ভূমি
নয়ন জুড়ে অবাধ্য শ্রাবণ, অনুভবে দুঃসহ যন্ত্রণা।
____
Just for you - for millions of years -
In the competition of eternal suffering, we can survive.
Still stuck in a depressing emptiness, nevertheless, throughout the bloodstream
A name-love flowing, you exist.
The beauty of the world is so beautiful - happiness is yours.
My pleasure is to believe the Mosque Temple Church.
Moon face and smile are worth more than life,
You can forget about eternal burning of the earth, except you.
How many dreams Sesame sesame love love, house
Cordless superfine beliefs were there!
The euphemism of the nobility, will be done after that
Did not think! What is my crime, what a mistake!
Burning of burning volcanic eruptions inside the chest,
The reason is lacrative in the mind of an unconscious mind.
You can see 'no-one', pain and pain,
Since that day, silence burns unheard-free.
How long have I prayed for love,
I did not want to understand the way out of the heart!
I'm sure! You are the land of the dead zodiacal mind
Unobtrusive audition across the eyes, depressed sadness.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন