শনিবার, ১৩ মে, ২০১৭

গন্তব্যহীন

নীড়হীন পাখিকে দেখেছো
কোন সন্ধায় বৃষ্টি বা শীতের রাতে,
গাছের ডালে, আপনজন হারা, নিঃস্ব।
সারা দিনের ছুটাছুটি শেষে
সন্ধায় এই একাকিত্ব,
নিরাশায় কোন গাছের ডালে স্তব্ধ
হতাশায় ডুবে ডুবে,
ফেলে আসা জীবনের স্মৃতিতে বিভোর।
সেই নিঃস্ব পাখির মতো গন্তব্যহীন
অনিশ্চিত ভবিষ্যত ভেবে ভেবে হতাশায়,
মনের হাজারো প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে
অামি আজ বড়ই ক্লান্ত...! 
তোমার মিথ্যে ভালবাসার বিষ কাটায়
মনের ভিতর জমে আছে হাজারো ক্ষতচিহ্ন,
আমাকে কষ্টের চুড়ায় নিয়ে যায় নিত্য...!
কি যে অসহ্য কষ্টের, কতটা যন্ত্রণার-
তা যদি তুমি বুঝতে...!
আজ ভাবতে পারতাম, তুমি আমারি এখনো।

কতদিন, কতভাবে ছলনার বিষে
করে গেছো ক্ষত...! তবুও
এতো বছর পর তোমার রেখে যাওয়া স্মৃতি
আমাকে কাঁদায়, পুঁড়ায়
আমাকে ভাসায় কষ্টের উত্তাল সাগরে
মনে হয়, আমি আজ ব্যর্থ
আমি পরাজিত জীবনের কাছে...!?

কেমনে ভুলতে পারলে সব!
এতো ভালোবাসা
এতো স্বপ্ন...
দু'জনে সাজাবো ঘর-
যা আজ শূণ্য...!
জানো, তুমি চলে যাওয়ার পর
কত রাত ভোর করেছি তোমাকে ভেবে ভেবে,
দু'চোখের লোনা জলে বালিশ ভিজিয়েছি কত!
শত কষ্ট হাজারো যন্ত্রণার মাঝেও অনুভব করেছি
তোমার প্রতিটি স্পর্শ ছিল অমৃত!
মুহুর্তেই কান্না ভুলে
আকাশের চাঁদটাকে বলেছি, হে চাঁদ
তুমি সুন্দর নও, নেই তোমার এত আলো, যা
তোমাকে ম্লান করে দিবে সহজেই...
প্রিয়ার মুখটি যে হৃদয় আকাশে উজ্জল সূর্য...।

ভুলে গেছো সবকিছু, তুমি জানি কেমন!
আমি পারিনি! মুছে দিতে পারিনি
তোমার রেখে যাওয়া মধুর স্মৃতিগুলো।
তুমি নিজেকে বদলে নিয়েছো
অামি পারিনি বদলাতে নিজেকে-
আমার অতৃপ্ত মনকে...
তোমার জন্য অন্তর কাঁদেই অবিরত।

তুমি সুখটাকে করেছ অাপন
সাজিয়েছ অন্যের ঘর!
আমি দুঃখি- আজ নিঃস্ব...!
ঘরের মাঝে ঘর নেই-
মনের মাঝে মন-!
দীর্ঘশ্বাস হয়ে বেরিয়ে আসে
ব্যর্থ এ জীবন.....!!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন