বৃহস্পতিবার, ৪ মে, ২০১৭

বন্ধুরে....

বন্ধুরে....
বহুদিন হয় তোমার সাথে
আমার হয়নি বলা কথা!
আকাশ দেখি আগের মতো,
চন্দ্র তারায় অবিরত,
ফুটছে গোলাপ ফুল বাগানে,
গাছের ডালে গাইছে পাখি,
শিশির দেখি রোজ সকালে,
চড়ায় গরু রাখাল যতো,
বুকে আমার স্মৃতির দহন
আগের মতোই দিন কাটে।
তোমার বুঝি আগের মতো
আমায় মনে হয় না....!
তবে কি গো আমার সাথে,
ভালোবাসার নামে করেছো
অভিনয় আর ছলনা...!!

অভিনয় ভাবিনি আমি,
তোমার যতো কথা আজও
আমার মনে গাঁথা।
তোমার কথাই লিখেছিলাম,
তোমার সুখেই সুখি হতাম,
তুমি ছাড়া ছিল না আমার
জীবন খাতার পাতা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন