শুক্রবার, ৫ মে, ২০১৭

শেষপ্রান্তে

ওই দূ-র নিলিমা...
চেয়ে দেখো- দেখো-ই'না একবার...
দেখো গোধূলি লগ্নে তার অপরূপ সাজ,
চেয়ে দেখো আজ, সেজেছে স্বর্ণালী সাজে।
দেখো লাল টকটকে ওই রক্তিম সূর্য,
তারুণ্যে ভেসে চলা যুবকের, সেই
প্রেমিকার ঠোটের মতই মুগ্ধতায়,
আকর্ষিত হবে তুমি...! দেখো সূর্য,
এত তেজস্বতা আর আগুন যৌবন হারিয়ে
কত কোমল এখন শেষ প্রান্তে....!
এই সৌন্দর্যরূপ থাকবেনা বেশিক্ষণ,
সব সৌন্দর্য তলিয়ে যাবে গহীন অন্ধকারে;
সময় বেশি নেই তার রূপ দেখাবার..।
এটাই বুৃঝি নিয়ম, এটাই খেলা স্রষ্টার।
হবেই একদিন সবার শেষপ্রান্ত এসে দাঁড়াতে।

শেষপ্রান্তের কথা স্মরণ রেখো, এসো
কোমলতায় ভরি মন।
সময় থাকতেই দেখাই নিজের সৌন্দর্যরূপ,
গড়ে তুলি ভালোবাসা আর মমতায় বিশ্ব।
সৃষ্টি করি মানুষে মানুষে আত্মার-সেতুবন্ধন।
হে তরুণ, হে যুবক-
মেতে ওঠো সৃষ্টি সুখের উল্লাসে,
ভালোবাসা কর সৃষ্টি, শুদ্ধি করো নিজেকে,
সময় হাতে রেখে... শেষপ্রান্তে-
গিয়ে দাঁড়ানোর খুব আগে...।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন