আহত পাখির মতো...
আহত পাখির মতো
বসে আছি আমি
সন্ধ্যা বেলা এই
অশ্রুতে ভেজা চোখ নিয়ে।
ভাবছি তোমাকেই
ভাবতে গেলেই
কোথা থেকে তীর এসে
বুকের ভিতর আঘাত করে।।
তবুও তোমাকেই ভাবতে হয়
বুক ভরা ব্যথা নিয়ে।
এই চোখে এঁকে ছিলাম
তোমার ওই ছবি।
আমার প্রতিটি গানেই
ছিলে শুধু তুমি।।
নেই কাছে তবু এখন
তোমাকেই খুঁজি।।
তোমাকেই ভাবছি- বসে এ বিরহে।
তোমাকেই গেঁথে ছিলাম
আমার এই বুকে।
তোমাকেই চেয়েছি যেনো
আমি যুগে যুগে।।
হয়'তো এখন তুমি
নেই সেই মিনতি।।
ভাবিনি কখনো- এভাবে বদলাবে।
_____
তুমি আসতে চেয়ে কেন...
তুমি আসতে চেয়ে কেন
আসো'নি প্রিয়া ওগো
জানতে দিলে না তুমি।।
প্রিয়া এসো
এসো প্রিয়া এসো
তোমার জন্য বুকে
জায়গা রয়েছে খালি
তোমাকেই চিরদিন খুঁজি।
বুকের মনি কোঠায়
তোমাকে চেয়েছি বলে,
শত জনমের প্রেম
বুকে নিয়ে।।
কেন আসো'নি তুমি
এ'প্রেম হরণ করি,
হয়েছো অন্যের জানি।
আমাকে ভালোবেসে
হৃদয়ে হৃদয় দিয়ে
এসে-ছিলে প্রিয়া
কতো কাছে।।
কেন ভুলে গেলে
এতো ব্যথা দিয়ে
কষ্ট দিলে কেন সাথী।
(সময়- ২৮-৪-১৯৯৮ইং : নয়ন)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন