আল্লাহ্ তোমার রহমত নিয়ে আসলো শবে-বরাত,
কবুল করবে আজকে তুমি সকলের মোনাজাত।
দয়ার সাগর দয়ার সে'হাত আজ রেখো প্রসারিত,
তোমার কাছে চাইবো প্রভু আমার স্বপ্ন স্বাদ যতো।
লক্ষ রাতের চেয়েও নাকি সর্বোত্তম আজ এ'রাত,
আবেদনে আকুল-মন ইশ্বর দিবেন ভরে সব'হাত।
আমি অধম খুব পাপিষ্ঠ আজ পাড়ের আশা নিয়ে
দুই হাত তুলে ডাকছি তোমায় মনের আসন পেতে।
আসবে খোদা আমার ঘরে কবুল করবে এ-এবাদত
সদয় থেকো পাপির প্রতি নিদানকালে রোজহাসর'ত।
অনুতাপি আজ পাপ করেছি পাপের যে হিসাব নাই!
ক্ষমা যদি না দাও খোদা আমার কোনই উপায় নাই।
নিজে অনেক সাক্ষী পাপের আমি যে বড়ই অসহায়
খুশিতে তোমার পাবো মুক্তি হাত তুলেছি এ'আশায়।
আজকে রাতে বসবে তুমি ক্ষমার পূর্ণ দোয়ার খুলে,
মিলবে নাকি চাইলে ক্ষমা যদি বান্দায় দু'হাত তুলে।
ক্ষমার আশায় তাই'তো খোদা আজ তুলেছি দু'হাত
পাপ মুছে করবেই কবুল সব অনুতাপির মোনাজাত।
অন্তরে আমার- লা ইলাহ্ ইল্লাল্লাহু মোহাম্মাদ রাসূল,
বিশ্বাস ভরে খুব যতনে রাখছি তুমি করে-নিও কবুল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন