বুধবার, ৩ মে, ২০১৭

কৃতজ্ঞতা রইল প্রিয় কবির প্রতি

২৯. ০৩ রা মে, ২০১৭ সন্ধ্যা ৬:২১০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কবিতা গল্প দুটোতেই মুগ্ধতা। এ এক অসাধারণ আন্তরিকতার প্রকাশ। প্রথমেই ভালোবাসা ভরে শ্রদ্ধা। 

সত্যিই জীবন একটা অসাধারণ কবিতা! 
এই কবিতায় সব আছে, 
দুঃখ যেমন আছে 
তেমনি কমতি নেই কোন ভালোবাসা। 
হাসি কান্না আবেগ মূর্ছনা, 
প্রীতি অপ্রীতি নিয়ে শেষ বেলা পর্যন্ত 
দূরন্ত ছোটে চলাই এই কবিতার বৈশিষ্ট্য। 
সত্যিই, 
সত্যিই জীবন এক অসাধারণ কবিতা। 
একে খুব যতনে রাখতে হয়, 
সাজাতে হয় দুঃখকষ্টের ভাঁজে ভাঁজে 
নিঃস্বার্থ সুখানুভূতি আর অমিত ভালোবাসায়। 
আলোকিত রাখতে এই কবিতার ভেতরবাড়ি 
বিশ্বাসের আলোয়। 
তবেই তো এই কবিতার সার্থকতা- 
উপলুব্ধ অনুভূত জনেজনে প্রাণ-মনে। 
সত্যিই জীবন এক অসাধারণ কবিতা। 
সেই কবিতা তো করবেই চুরি চোরে...। 

অনেক ভালো লাগা রেখে গেলাম প্রিয় কবির প্রিয় কবিতা আর সুন্দর একটা রম্য গল্পে। শ্রদ্ধা আর ভালোবাসা বেড়েই চলেছে দিনদিন। এই ভালোবাসা ধরে রাখার সৌভাগ্য আর দৃঢ়তা যেন ধরে রাখতে পারি। দোআা কামনায়....।

"নাঈম জাহাঙ্গীর নয়নকে দেখলাম আকাশের দিকে তাকিয়ে আছে। মনে হয় মেঘ নিয়ে কবিতা লেখার কল্পনা করে। এসব কবি পারেও বটে। এরা যা নিয়ে কবিতা লিখতে মন চাইবে তাই নিয়ে একখান কবিতা লিখে ফেলবে।" আপনার এই ভালোবাসার মুগ্ধতা কি করে প্রকাশ করবো ভাই , শ্রদ্ধা আর ভালোবাসা আপনার জন্য, অফুরন্ত থাকুক অনন্তকাল।

অখাদ্য কুখাদ্য আমি লিখে চলি যতসব অ'কবিতা
সামু আমারে করলো কবি দিয়া উদার ভালোবাসা

কৃতজ্ঞতা আর শ্রদ্ধা রাখিব সবসময়, রাখিব সবার প্রতি গভীর ভালোবাসা।

০৩ রা মে, ২০১৭ সন্ধ্যা ৭:৪৮১

লেখক বলেছেন: আপনি সাহিত্যের সব শাখাতেই বিচরনের চেষ্টা করছেন। সরকারীর চাকুরীর পাশাপাশি আপনি এখাতে অনেক সময় ব্যায় করেন। হয়ত এ সময় অন্য কাজে ব্যায় করলে কিছু টাকা আসলেও আসতে পারতো। কিন্তু সাহিত্যিকরা জাতির দায়বদ্ধতা ছাড়তে পারেনা বলে নানা ভাবে নিগৃতি হয়। অথচ মানুষ তাদের লেখা পড়েই জ্ঞানবান হয়। হয়ত এখানেই তারা স্বর্থকতা খুঁজে পান। আমি চাই আপনার কষ্ট স্বীকৃতি দ্বারা সিক্ত হোক। আল্লাহ আপনার মঙ্গল করুন-আমিন

কৃতজ্ঞতা রইল প্রিয় কবি চৌধুরী ভাই..........

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন