সোমবার, ১৫ মে, ২০১৭

প্রিয়া হারা শূন্যনীড়

ও চাঁদ, তোমার মনটা কি আজ খুব খারাপ?
কেন আজ মুখটাকে এত কালো করে রেখেছো!
কার উপর আজকে তোমার এই অভিমান?
তুমিও কি কাউকে ভালোবাসো আমারি মতো,
তুমিও কি বুঝতে পারো না কিভাবে শেষ হয় রাত,
বিরহের আগুনে পুড়ো কি সন্ধ্যা থেকে ভোর!

তুমি বুঝি রাত্রিকে ভালোবাসো খুব।
বাঁধা হয়ে দাঁড়িয়ে আছে ঘাতক মেঘটা আজ,
তোমার আর রাত্রির মিলনে বুঝি গড়েছে দেয়াল!
ঘাতক মেঘটির বুঝি হৃদয় নেই, বেরসিক খুব।
তোমার কি কান্না পাচ্ছে, জমছে কি অনেক ক্ষোভ?
তুমি খুউব ভাগ্যবান। বাতাসের ঘুম ভাঙলেই
আবারো প্রিয়ার সাথে মিশবে তোমার বুক।

আর! আমার কথাটি ভাবো তো একবার!
কোন আশা নেই ভালোবাসা হারিয়ে, নেই স্বাদ,
শূন্য বুকে চলতে হবে অনন্তকাল হয়ে কষ্টের দাস,
প্রিয়া হারা শূন্যনীড় দেখবে না কখনো আলোর মুখ!!

সে আসবে না, শেষ হবে না কভু এই প্রতীক্ষার!
প্রতিটি ক্ষণ কতটা কষ্ট যন্ত্রণার! কাঙ্ক্ষিত প্রহর
বিরহবিধুর, রুদ্ধ কণ্ঠে কথা বের হতে চায় না আর।
হারানোর এ'ব্যথা তুমিই বুঝবে ও চাঁদ!
ছোটে আসি তাই'তো! তুমি ছাড়া আর কে বুঝে বল,
কি যাতনায় কত কষ্টে যাচ্ছে যুগের পর আরেকটা যুগ।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন