বুধবার, ১৭ মে, ২০১৭

আমি কি ক্ষমা পাবো

সেদিন নেহাতই অতিরিক্ত করে ফেলেছি!
মনের ভিতর কোথা থেকে এত বিষাদের জন্ম হয়েছিল,
রাগে ক্ষুব্ধ হয়ে তার প্রতি ঘৃণা ছুড়েছি!
তার উদারতা আমি বুঝতে পারিনি, তার কোমল ভালোবাসা
প্রত্যাখ্যান করেছি ঘাতকের মতো, নিষ্ঠুরভাবে! একবারও ভাবিনি, তারও তো মন আছে,
সে মনে আমারই মতো কষ্ট সুখ ভালো লাগা অনুভূত হয়!
আমি তার নিঃশর্ত ভালোবাসার মর্ম বুঝতে পারিনি!
স্বার্থপরের মতো নিজের আত্ম-সম্মান টুকুনই
বেশি মূল্যবান ভেবেছি, তারও তো ছিলো!
আমি অন্যায় করেছি তার ভালোবাসার সাথে,
সেদিন, মহাভুল হয়ে গেছে আমার....!!
আমি কি আর ক্ষমা পাবো! আমার অনুতাপ পৌঁছাবে কি!!

বহুদিন পর সেদিন নিজেকে নেশায় ডুবিয়েছি,
তার অবুঝ ভালোবাসাকে প্রত্যাখ্যান করে যেন
নিজেকেই করেছি নিজে প্রত্যাখ্যাত...!
তাকে অবাঞ্ছিত কষ্ট দিয়ে নিজে কাঙ্ক্ষিত রয়েছি,
তাকে দোষী করে নিজে থাকতে চেয়েছি নির্দোষ!
বারবার বুকটার ভিতর বজ্রাঘাত সহ্য করতেই হয়েছে,
কিছুতেই নিজেকে ক্ষমা করতে পারছিলাম না আমি!
তাই, ভাসতে চেয়েছিলাম মেঘের উপর, হয়নি...!
বিষাক্ত নেশা থেকে মুক্ত হতেই ধপাস করে
মাটিতে পড়ে কাতরিয়েছি- তার মন ভেঙে দেয়ার বেদনায়!
পুড়িয়েছি নিজেই নিজের সুখ ছিল যতো!
বারবার ধিক্কার দিয়েছি নিজেকে, স্বার্থপর মনটাকে,
ইট-সিমেন্টে গড়া বদ্ধ ঘরে দুই সাগরের জলে ভাসিয়েছি বুক!
আমি কি আর ক্ষমা পাবো! সে কখনো বুঝবে কি!!

মনে ছিল হাজারো সংশয়, আর এক পৃথিবী
লজ্জা লুকিয়ে রেখেছিলাম দুই চোখে,
ভয়ে ভয়ে গিয়েছিলাম তার বাড়ি, ভেবেছিলাম
চেয়ে নেবো ক্ষমা, তা আর হয়ে উঠেনি!
তার উঠুনে পা রাখতেই চোখের সামনে দেখি
তার ভালোবাসার মৃতদেহ গুলি-
আমার কাছ থেকে প্রত্যাখ্যাত হয়ে,
লজ্জায় আত্ম-হত্যা করেছিল সব একসাথে...
সে অতি যতনে সাজিয়ে রেখেছে সারি সারি...!
বুকের ভেতরটা হুহু করে কেঁদে উঠেছিল তখন,
পাশেই পড়ে থাকা তার অচেতন দেহ দেখে,
সাহস করিনি তার কাছে বলতে...!
আমি কি আর ক্ষমা পাবো! সেদিন ফিরেই এসেছি!!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন