শুক্রবার, ১৪ এপ্রিল, ২০১৭

কেমন'রে তুই কতই সুখী

অলস সময় দুচোখ বোজে,
যখন বসে অতীত ভাবি।
ভাসে কেবল আমার চোখে,
সেই মিনতি'র মুখচ্ছবি।
আনন্দ আর হাসি গানে,
কাটতো সময় কতো সুখে।
আজো আমার হৃদয় কেবল,
সেই মিনতি'র কথা বলে।

পুকুরপাড়ে ঘরের পিছে,
বনের মাঝে দুজন মিলে।
কতো মধুর লগ্ন ছিল,
বারে বারেই তা মনে পড়ে।
চোখের সামনে হাতটি ধরে,
হাসি মুখে বলতো ভালোবাসি।
মনটা আমার স্বপ্ন স্বাদে,
ভরে যেতো তখন মহাসুখী।

বাঁকা ঠোটের মধুর হাসি,
আজও বড় ভালোবাসি।
কল্পনার ওই আকাশ জুড়ে,
সেই মিনতিই রূপ-কুমারী।
নিত্যযৌবন সুখের ছোঁয়া,
তারে ভেবেই মনের ঘরে।
বিষাদ দুপুর ক্রান্তি ভুলে,
সুখে এই'মন ওঠে ভরে।

হাইরে আমার সুখের পাখি,
হই উদাসী তোর কারণে।
স্বপ্নে ভরা খাঁচা ছেড়ে,
উঁড়ে গেলি কোন সুদূরে।
কার বুকে আজ রাখিস মাথা,
কোথায় জ্বালিস সন্ধ্যা বাতি।
আমায় ছেড়ে অন্য ঘরে,
কেমন'রে তুই কতই সুখী।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন