বুধবার, ১৯ এপ্রিল, ২০১৭

বুঝলি না'রে তুই

আমি ভালোবাসা পাওয়ার জন্যই
বারবার তোর কাছে ছোটে আসি,
অভাগার ভালোবাসার খুব অভাব
বেঁচে থাকার সকল প্রেরণা যে তুই।
পূর্ণতা পেতে এসে নিঃস্বতায় ভরি
মনে বিদ্রোহানল বাড়ে নেই জবাব
জ্বলে পুড়ে অঙ্গার কেউ দেখার নাই
হৃদয়ে জমানো কান্নায় বুক ভাসাই।

বড্ড ক্লান্ত আমি তবু তোকেই চাই
রেখেছি হৃদয় মাঝে আমি যত পুড়ি
এখনো আছে'ই এমনে তোর প্রভাব
দেখলে তকে শত ব্যথা কষ্ট ভুলে যাই।
ভেঙে চূর্ণবিচূর্ণ হয় যতবার প্রেম গড়ি
বুঝতে পারিনা তোর কোনই স্বভাব
নিজকে বারবার করে চলেছি জবাই
নাই'রে! আমার মতো দুখী ভবে নাই!

আষাঢ়ের অবাধ্য মেঘগুলো বড়ই
জোট বেঁধেছে, দুচোখে জল ভারি
ভেঙেছে বুঝি সকল দুঃখের বাঁধ
মুহূর্তে ভাসিয়ে দিল সুখ স্বপ্ন সবই।
স্রোতের তীব্রতায় আজ ডুবি ভাসি
মাঝে মধ্যেই কষ্টের বিকট বজ্রপাত
দুঃসহ যন্ত্রণা কি'করে তোকে বুঝাই
বুঝলি না'রে তুই দেখলি না তাকাই!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন