শনিবার, ৮ এপ্রিল, ২০১৭

শূন্যতায় ভাসি

কেউ জানলো না, বুঝলো না কভু আমাকে
হাশি মুখে চলেছি মিশে সবাতে সমান তালে।
সুখী মানুষের অভিনয়ে বড্ড ক্লান্ত যে এখন
নীড় হারা মনে দুঃখ কষ্টের অমানবিক যুদ্ধে।

সূর্যের উদার ভালোবাসায় আলোকিত ভুবন,
নীরব রাতের আকাশে সোনালী চাঁদের কিরণ।
যুগের সমান তালে মন থেকে মনে ভালোবাসা,
সতেজ করে জাগায় যেন একটু বাঁচার আশা।
বেঁচেই আছি আমি শূন্যতায় প্রকৃতির নিয়মে,
অামার অাশা নেই ভালোবাসা গেছে হারিয়ে।

শুষ্কতায় যেনো আজ সাহারা মরুভূমি অন্তর,
বিরহ পর্বতসদৃশ দেখে'না পোড়ায় জঠরানল।
বড্ড ভারি মনে হচ্ছে আজ জীবনের এ বুজা,
এ কেমন জীবন এ কেমন আমার বেঁচে থাকা!
নেই কোন বন্ধু আজ মনের এই বিষণ্ণতা বুঝে,
বিধাতাই বুঝি ভাগ্যে রেখেছেন এই কষ্ট লিখে।

বুঝার মতো আমাকে একজনই ছিল এ ভবে,
বিধাতা কোন ভুলে সব সুখ নিয়েছেন কেড়ে।
বড় একা আমি, সঙ্গী হারা নিঃসঙ্গতায় এ'মন,
শূন্যতায় ভাসি প্রতিনিয়ত দাবিত মৃত্যুর পথে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন