আমি ব্যর্থ নই, হয়ে গেছি আজি উম্মাদ,
বড্ড মাতাল আজ আমি, তাই বেসামাল।
বুকে আমার দারুণ তৃষ্ণা সত্যকে জানার,
বিবেক কবর দিয়ে কেমনে করে অনাচার!
মাতাল হতে করো না মানা হইনা বেখেয়াল,
মন ভরে খেয়েছি সত্যের মদ আমি আজ।
স্বার্থ পূজারী সকল মানুষ নির্বাসিত সমাজ,
মিথ্যের জয় ধ্বনি নাই সত্যের কোন সম্মান।
মিথ্যের বিড়ে সত্য যেন হয়েছে কোণঠাসা,
সত্যতায় চললে সমাজ দেয় উপাদি বোকা!
উপহাস করে বলে দেখ যায় ওই বোকারাম
সমাজ অন্ধ তাই বোঝে না সত্যবাদীর মান।
বড় কঠিন, বড় কণ্টকময়, ব্যথা পদেপদে
আসে আত্মতৃপ্তি ভুবনজয়ী সত্যের পথ ধরে।
মরণ যদি হয় নিয়েছি শপথ সত্যের এ'পথে
এই জীবন করবো দান, মরবো হেসে হেসে।
যাবো এগিয়ে নির্ভয়ে থেকে লোভের উর্ধ্বে
আসুক বাঁধা যত আর পাগল বলুক লোকে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন