বুধবার, ২৬ এপ্রিল, ২০১৭

সেই মেয়েটিকে

যার জন্য এজীবন, যার জন্য আছি বেঁচে
মরতে পারি গো আমি যার জন্য হাসি মুখে।
বেসেছিলাম ভালো আমি সেই মেয়েটিকে
যার বিরহ কাঁদায়, স্মৃতি'রা পুড়ায় আমাকে।

কি করে তাকে আমি বোঝাবো,
কতটা ভালোবাসা তার জন্য ছিল এই মনে।
কেমনে একা একা আমি বাঁচবো,
তাকে ছাড়া যে নিঃস্ব, জীবন আমার মিথ্যে।
সপেছি তাকে ইহকাল, পরকাল, সুখ যতো।
পাগল আমি তাকে ছাড়া কি করে জানাবো।
আশায় কাটে দিন যদি গো একবার সে বুঝে।

যাকে নিয়ে বেঁচে থাকবো সাত জনম
ছিল যে বিশ্বাস সবসময় আমার মনে।
এক জনমের দহনে পুড়ে অঙ্গার মন
বিতৃষ্ণা আমাকে আজ রয়েছে ঘিরে।।
মিলাতে পারিনা আমি কোন উত্তর 
জীবনের যোগবিয়োগে শুধু শূন্য থাকে।।

চাইলাম যারে আমি আপন করে
হৃদয়ের সব দিয়ে যাকে আমি ভালোবাসলাম,
পূর্ণিমা চাঁদ যেন সে মন আকাশে
স্বপ্নের রাজ্যে যারে আমি রাণী করে রাখলাম।
সেই'তো দিল ধুঁকা, করে গেলো ছলনা অবহেলা
 হল'না সুখের দেখা, ডোবে যাচ্ছে আমার বেলা।
কি দোষ ছিল, কি ভুল করেছিলাম ভালোবেসে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন