শনিবার, ১১ মার্চ, ২০১৭

চোখে নীরব জল মোট দশ

১০/- চোখে নীরব জল

কত অাশা দিলি মনে,
ঘর বাঁধিবি আমার শনে।।
সবকিছু আজ ভুলে গেলি,
করলি আমায় পর...
তোর প্রেমের এই বড় কঠিন ফল...
কষ্টে পুড়ে অন্তর আমার,
চোখে নীরব জল...।।

মনের যতো স্বপ্ন আশা
তোকেই ঘিরে...
মন ভেঙে গেলিরে তুই
পরেরি ঘরে...।।
মনে আমার দারুণ ব্যথা,
এমন কষ্ট যায় কি ভুলা।।
তোকে ছাড়া আমি এখন,
বাঁচি কেমনে বল।

একটি দিনও চলত'না তোর,
না দেখে আমারে,
সেই আমাকে কেমন করে,
থাকিস'রে ভুলে।।
কেমনে হলি এতো পাষাণ,
কেড়ে আমার জাতি কূল মান।।
নয়ন বলে ভালোবেসে
শূন্য মনের ঘর।
তোকে ভালোবেসে আমার,
শূন্য মনের ঘর...।
_____

৯/- এই বৃষ্টির রিনিঝিনি ছন্দে

এই বৃষ্টির রিনিঝিনি ছন্দে
আজ মন নাচে আনন্দে।।
এই আনন্দ হাসি ভরা
গান আর উল্লাসে
তোমার ছোঁয়া আছে মিশে।।
এই বৃষ্টির রিনিঝিনি ছন্দে।।
আজ মন নাচে আনন্দে।

খোলা রাখো তোমার মনের দ্বার
নেই আজ এই চোখে কোনই লাজ।
ভালোবাসা আর প্রেমের ছোঁয়ায়
রাঙিয়ে দেবোই আজ মন তোমার।
ওগো মধু ভরা এই রাতে
অঙ্গে অঙ্গে
মিশে যাবো তোমাতে।।
এই বৃষ্টির রিনিঝিনি ছন্দে।।
আজ মন নাচে আনন্দে।

ওই চাঁদ হারালো মেঘের ভিড়ে,
আলো হয়ে আছো তুমি এই মনে।
আলোকিত ভুবন তোমায় ভেবে,
মন বাতায়নে যেনো দোলা লাগে।
তুমি চাঁদ তারা সূর্য
পূর্ণিমা জোছনা
আমার মনের আকাশে।। 
এই বৃষ্টির রিনিঝিনি ছন্দে।।
আজ মন নাচে আনন্দে।
____

৮/- বন্ধু তোমার কষ্টগুলো

বন্ধু তোমার কষ্ট গুলো
খরস্রোতা নদীর মতো,
ভাঙছে দুকূল ভাসছে আমার
হৃদয়ের ভূমি।।
তুষের আগুন বুকের ভিতর
চক্ষু জলে হয় না শীতল।।
মনের যতো স্বপ্ন আশা
সবি গেলো ভাসি।।

কত দিনের কত স্মৃতি
জমা আমার বুকে,
একবারও কি হয়'না তোমার
পাষাণ ওই মনে।।
ভাসি আমি চোখের জলে
নিত্যদিনি তোমায় ভেবে।।
মরণ ছাড়া কষ্ট আমার
শেষ হবে না জানি।।

দুঃখী যারা এই জীবনে
আমিই সবার সেরা,
লাভ কি বলো বেঁচে থেকে
বন্ধু তুমি ছাড়া।।
ওই দুটি হাত রেখে হাতে
বলেছিলে থাকবে সাথে।।
সব কিছুই কেমন করে
ভুলে গেলে তুমি।।
____

৭/- ধিকিধিকি অন্তর জ্বলে

আমার বুকের ভিতরে, অন্দর কঠোরে,
ভালোবেসে রেখেছি যাকে,
হৃদয় খুলিয়া বিছানা করিয়া
রাখিয়াছি যতন করে।।
আজ বিরহের আগুনে, একাকী গোপনে
দিবানিশি অন্তর শুধু জ্বলে...
জ্বলে শুধু অন্তর জ্বলে
           ও মিনতি
ধিকিধিকি অন্তর জ্বলে।।

তোমাকে আমি ভালোবাসি
আমার অন্তর দিয়ে,
জীবন মরণে তোমাতেই আমি
রয়ে যাবো মিশে।।
আজ মনের বাসরে, তোমারি কারণে
অন্তর আমার কেঁদে মরে...
জ্বলে শুধু অন্তর জ্বলে
          ও মিনতি
ধিকিধিকি অন্তর জ্বলে।।

চন্দ্র তারা বনের লতা
সাক্ষী করে তুমি,
আমার চোখে চোখ রাখিয়া
বলতে তোমারি আমি।।
আজ ভুলিয়া সে কথা, অন্যের ঘরে গেলা
ভাবতেই চোখ দুটি জলে ভরে....
জ্বলে শুধু অন্তর জ্বলে
           ও মিনতি
ধিকিধিকি অন্তর জ্বলে।।
আমার বুকের......ঐ
____

৬/- আমার কান্নাগুলো সব

ওই আকাশ কাঁদে দেখো বৃষ্টি হয়ে
এ বাতাস কাঁদে দেখো শিশির হয়ে।।
ও পাহাড় যখন কাঁদে ঝর্ণা ঝরে...
আমার কান্না গুলো সব হৃদয়ে জমে।।

তোমার প্রেমের পরশ নিয়ে
রাঙিয়ে ছিলাম এই মনেরি ঘর,
শত জনমের কষ্ট দিয়ে
ভেঙে দিলে সব করলে পর।।
তোমার ঘরে আজ সুখের আলো
অন্ধ আমি যেনো কালো আঁধারে...
আমার কষ্ট গুলো সব হৃদয়ে জমে
আমার কান্না গুলো সব হৃদয়ে জমে।।

হৃদয় ভাঙার কঠিন খেলায়
ভেঙে গেলে এই মন অন্তর,
তোমার এমন প্রতারণায়
কাঁদতে হবে আমার জীবনভর।।
তোমার মুখে আজ সুখের হাসি
আমার মনোভূমি ভাসে শ্রাবণে...
আমার কষ্ট গুলো সব হৃদয়ে জমে
আমার কান্না গুলো সব হৃদয়ে জমে।।
ওই আকাশ..... (ঐ)
____

৫/- তুমি কতদূরে

তুমি কত দূরে - আমায় একা করে
সীমানা ছাড়িয়ে গেলে যে হারিয়ে
আছো কতই সুখে তুমি আজ,
বড় বেশি মনে পড়ে তোমায় প্রিয়া।।
তুমি কত দূরে - আমায় একা করে....

নীরব দুপুরবেলায় আজও তোমায় ভেবে
চোখের জলে কেন আমার এবুক ভিজে...।।
তুমি জানো না বোঝ না কত দুঃখে,
মন মাঝে আমার আজও আগুন জ্বলে।।
তুমি কত দূরে - আমার একা করে...

পূবাল হাওয়া কোন বিকেল বেলায়
চেয়ে দূর দিগন্তে তোমারি প্রতীক্ষায়...।।
বসে থাকি আশায় দেখো মন ভাসে,
তুমি ছিলে শোভা আমার এই হৃদয়ে।।
তুমি কত দূরে - আমায় একা করে...

আমি গরীব ছিলাম তাই দুঃখ পেলাম
মহৎ প্রেমের দামে কষ্ট কিনে নিলাম...।।
যেনো আর কিছু নেই ভালোবাসা বলে,
সবই ব্যর্থ এখন এখন শুধু অর্থের কাছে
তুমি কত দূরে - আমায় একা করে....
......

৪/- আইসো বন্ধু

আইসো বন্ধু- সময় করে
আইসো আমার ঘরে-

আকাশ ভরা তারার মেলায়
স্বর্ণ ঝরা চাঁদ পূর্ণিমায়
নিরবধি পূবাল হাওয়ায়
বসবো দুজন ঘাস বিছানায়
প্রেমের বৃন্দাবনে....

তোমায় নিয়ে নিশি জেগে
জ্যোৎস্না ভরা নীরব রাতে
মনের যতো কথা আছে

হৃদয়ের সব ইচ্ছে চাওয়া 
বলবো সবি গানে গানে....

ভালোবাসার পরশ দিয়া
ভরাবো ওই দিল দরিয়া
সোহাগ যতন কৃষ্ণ খেলা
সারা বেলা খেলবো দুজন
প্রেমের নাও ভাসিয়ে....

দিগন্তের ঐ আকাশ জুড়ে
স্বপ্ন গুলো যাই ছড়িয়ে
নয়ন মরছে প্রেম বিরহে

দিবারাত্রি চোখ দুটি মোর 
তোমার প্রতীক্ষাতে...

৩/- নতুন বৈরাগী

তোমার- সাধের লাউ সামলে রাইখো
ও লাউয়ালী
আইলো এবার নতুন বৈরাগী।
কোন লাউ-ই যাইবো না বাদ
কচি আর মাঝারি
এ বড় শেয়ানা বৈরাগী 
ও লাউয়ালী
আইলো এবার নতুন বৈরাগী।। 

অন্তরে তার বড়ই মায়া
 কণ্ঠে ভরা মধু
ভালোবাসার তীর মারিয়া
করবে তোমায় কাবু।
উদাস দুপুর সন্ধা রাতে
গান গেয়ে যায় আপন মনে
অন্তর পুড়া ঘর ত্যাগী সে
ভালোবাসে তবু।।
ঘর খুঁজে না মন বুঝে সে
লাউয়ের বড় লোভী।
আইলো এবার নতুন বৈরাগী।। 

ভালোবাসার এপিঠ ওপিঠ
সবকিছুই তার জানা
মন জানিয়া কইরো পিরিত
নাই গো তোমার মানা।
ভালোবাসার পাগল হয়েই
পৃথিবীতে আসা
যদিও সে পায়নি আজও
তাই'তো ঘর ছাড়া।।
আদর দিয়া লাউ কাড়িয়া
বানাইবো ডুগডুগি।
আইলো এবার নতুন বৈরাগী।। 

২/- অন্তর আগ্নেয়গিরি

আমার- বুকটা যেন ইটের বাটা
অন্তর আগ্নেয়গিরি---!!
দু'চোখ দু'টি সাগর যেন---!!
বইছে লোনা পানি---!
আমার- অন্তর আগ্নেয়গিরি---।

আকাশ ছোঁয়া ভালোবাসা
ছিল এ অন্তরে---
পাহাড় সমান বিশ্বাস আমি
দিয়েছিলাম তারে---।।
আমার আকাশ মেঘে ঢাকা ---!!
হৃদয় মরুভূমি -
 আমার- অন্তর আগ্নেয়গিরি---।

স্বপ্ন হারা দু'চোখ আমার
আজও তোমায় খুঁজে---
কতই সুখে সাজাইছো ঘর
তুমি অন্য বুকে---!!
শূন্য এ বুক তুমি ছাড়া---!!
পুড়ছে দিবানিশি---
আমার- অন্তর আগ্নেয়গিরি---
___

১/- মিনতি ছিল তার নাম

আমাদের স্কুলে অষ্টম পাশ করে -
নবম শ্রেণীর তখন ছাত্র ছিলাম।
সেই ক্লাশের একটি মেয়ে-
বাসতো আমায় ভাল,
মিনতি ছিলো তার নাম-
মিনতি ছিলো তার নাম।।

বাবা মা'র চাপে পড়ে
একদিন এসে বলে-
চলো যাই দুজনে ছাড়ি বাড়ি-
পথ চেয়ে দিন গোনে
আমার সে মিনতি,
অভিমানে পরলো বিয়ের শাড়ী!!
মিনতি_____ও আমার মিনতি!!

পৃথিবীর কাছে আমি
আজ বড় অসহায়,
কেউ তো রাখেনা আর আমার খবর-!
বিধাতার কাছে করি একটাই মিনতি-
শান্তিতে কাটে যেন তার জীবন।।
মিনতি_______ও আমার মিনতি।
মিনতি_______ও আমার মিনতি।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন