মঙ্গলবার, ১৪ মার্চ, ২০১৭

অসমাপ্ত কবিতা

স্বাদ জাগে ভালোবাসি | 

পৃথিবী রঙিন লাগে দেখে ওই মুখ
কষ্ট যত যাই ভুলে খুঁজে পাই সুখ।
হাসি ভরা মুখ দেখে ভরে ওঠে বুক
না দেখিলে একদিন মনে জমে দুখ।
পূবাল হওয়া লেড়ে উঁড়ে ওই চুল
স্বাদ জাগে ভালোবাসি হয়ে যায় ভুল। 

কিসের বড়াই  | 

কিসের বড়াই কর'রে মন
সবকিছুতেই নিজের ভেবে,
একবার কেন ভাবনা রে।
তোমার বলতে নাইরে কিছু
সবই তোমার জন্মের পিছু
করছে কৃপা এক ইশ্বরে।  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন