রবিবার, ৫ মার্চ, ২০১৭

আমার কান্না গুলো সব হৃদয়ে জমে :গান

ওই আকাশ কাঁদে দেখো বৃষ্টি হয়ে
এ বাতাস কাঁদে দেখো শিশির হয়ে।।
ও পাহাড় যখন কাঁদে ঝর্ণা ঝরে...
আমার কান্না গুলো সব হৃদয়ে জমে।।

তোমার প্রেমের পরশ নিয়ে
রাঙিয়ে ছিলাম এই মনেরি ঘর,
শত জনমের কষ্ট দিয়ে
ভেঙে দিলে সব করলে পর।।
তোমার ঘরে আজ সুখের আলো
অন্ধ আমি যেনো কালো আঁধারে...
আমার কষ্ট গুলো সব হৃদয়ে জমে
আমার কান্না গুলো সব হৃদয়ে জমে।।

হৃদয় ভাঙার কঠিন খেলায়
ভেঙে গেলে এই মন অন্তর,
তোমার এমন প্রতারণায়
কাঁদতে হবে আমার জীবনভর।।
তোমার মুখে আজ সুখের হাসি
আমার মনোভূমি ভাসে শ্রাবণে...
আমার কষ্ট গুলো সব হৃদয়ে জমে
আমার কান্না গুলো সব হৃদয়ে জমে।।
ওই আকাশ..... (ঐ)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন