বুধবার, ৮ মার্চ, ২০১৭

বৃষ্টির রিনিঝিনি ছন্দে

এই বৃষ্টির রিনিঝিনি ছন্দে
আজ মন নাচে আনন্দে।।
এই আনন্দ হাসি ভরা
গান আর উল্লাসে
তোমার ছোঁয়া আছে মিশে।।
এই বৃষ্টির রিনিঝিনি ছন্দে।।
আজ মন নাচে আনন্দে।

খোলা রাখো তোমার মনের দ্বার
নেই আজ এই চোখে কোনই লাজ।
ভালোবাসা আর প্রেমের ছোঁয়ায়
রাঙিয়ে দেবোই আজ মন তোমার।
ওগো মধু ভরা এই রাতে
অঙ্গে অঙ্গে
মিশে যাবো তোমাতে।।
এই বৃষ্টির রিনিঝিনি ছন্দে।।
আজ মন নাচে আনন্দে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন