রবিবার, ১২ মার্চ, ২০১৭

হে সভ্যতা

তুমি এসেছো যুগে যুগে নতুন রূপে
মানুষের এই ধরায় করেছো বিচরণ
চিনতে পারিনি রয়েছি মুগ্ধ আপনে
অনুতাপে তাই সমাজের রক্তক্ষরণ।
বুঝিনি চেয়েছো কতভাবে বোঝাতে
হিংসায় নিয়েছিলাম ফিরিয়ে নজর
এ আমার মনের সংকীর্ণতা বিভাজনে
তোমায় কখনো করতে পারিনি বরণ।

তুমি দেখেছো ভেদাভেদ বলে কাকে,
কিভাবে মানুষ মানুষকে করে শোষণ;
জাত বেজাতের মিথ্যা দ্বন্দ্বে ডুবে ডুবে,
কতো প্রাণের হয়ে গেল অকাল মরণ।
কতো মানুষ ভিটেমাটি হারাল সংসারে
নিঃস্ব পরিবার, আকাশে বাতাসে ক্রন্দন
স্বজন হারানোর, নীরব ব্যথায় পুড়ে পুড়ে
নিঃশেষ, সমাজে চাপানো বৈষম্যের দহন।

কোন কিছুই তোমাকে পারেনি আটকাতে,
রয়েছো তুমি, বিলিয়েছো ধীর স্থির কিরণ;
রাঙিয়েছ সদা এই ভুবন নিত্যনতুন রূপে;
হে সভ্যতা, তুমি থাকবে এভাবে অগ্রগমন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন