যাকে তুমি ভাবছো আপন,
সে তোমার তো আপন নয়রে;
আপন তাকে চিনলা না মন,
চলছো ভেসে কালের স্রোতে।
কতো সাধের ভুবন জীবন,
ভাবছো কি মন ছাড়তে হবে;
যেথায় তোমার রইছে আপন,
সেই ভাবনাই করো তবে।
থাকতে সময় করো সাধন,
কেমনে পাবে কোন সাক্ষাতে;
পাল্টাও মনের চিন্তা ধরণ,
দিন তো বেশি পাবে নারে।
আপন চিনে করো ভজন,
সেটাই সাধন এই সংসারে;
ভালোবাসাকে করো বরণ,
মুক্তি আছে প্রেম সাধনে।
শুদ্ধি করো চলন বলন,
মিছে বড়াই ভুবন জুড়ে;
আত্ম শুদ্ধি করবে যখন,
অহংকারের পতন হবে।
করছো মিছে আপন আপন,
আপন তুমি চিনলা নারে;
মনের মাঝেই করছে বসত,
সেই আপনকে চিনো আগে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন