মঙ্গলবার, ৭ মার্চ, ২০১৭

মনের রাণী

স্বর্ণকমল অঙ্গ লতায় তার চক্ষু ভরা মায়া,
কাজল কালো ওই চোখে ভালোবাসার ছায়া।
মনভরে যায় দেখে তারে হাসিমুখে কলসি কাঁখে
রোজ দুপুরে আমার তরী যখন ভিড়ে সেই ঘাটে।

রুদ্র জিলিক রূপের আগুন দেখে না'পাই দিশা,
হৃদয় থাকে ঘাটেই পড়ে তাই তো ফিরে আসা।
কত আশা মনের ঘরে বলবো কথা হৃদয় খোলে,
ভুলেও যদি বন্ধু আমার একটু সময় বসে পাশে।

বলবো কি আর দুঃখের কথা মনের কতো ব্যথা,
এতো দিনেও বুঝলোনা সে আমার যাওয়া আসা।
দেখে আমায় একটু হাসে চোখ পড়ে যখন চোখে,
বুকের সাথে খালি কলস ধরেই থাকে শক্ত করে।

হয় তো বুঝে একলা মনে আমার চোখের ভাষা,
দেয়না বোঝতে আমায় কিছু হয়তো বুঝে খোদা।
রূপ কুমারীর রূপ সাগরে আমি বুঝি যাচ্ছি ডুবে,
হোক'না মরণ যদিনা সে টেনে তুলে হাতটি ধরে।

হও যদি গো মনের রাণী আমি হবো রাজা
ভালোবাসা দেবো তোমায় যেন বাধ্য প্রজা।
নিশি জেগে প্রতি রাতে চন্দ্রালোকে ভাসবো সুখে,
অমানিশা অন্ধকারে জোছনা রবেই আমার ঘরে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন