নির্ঘুম রাত্রি শেষে বর্ণিল সকাল
অলস দুপুরে বসে ঘরের কোণে
উদাস চিত্তে ভাবছি যে মাতাল
মনে আমার হয়েছে কিছু আজ।
মনের লাগাম কে ধরেছিল কবে
জ্ঞানীগুণী মুনিঋষি সাধু জন সবে
যদিও রাখেন মন খবর সমান্তরাল
এই অধমের নেই সাধ্য জানিবার।
বেসুরো আজ যেন সব গানের কলি
ছন্দ হারিয়ে যেন ক্লান্ত উদাস কবি
পদ্যরা সব লাগছে গদ্য ঝনঝাঁল
উলটো সবকিছু তাল নেই বেতাল।
__________________________________
আমি ঘুম ভুলে যাই
মনে জাগে না খাওয়া বিছানার সুখ।
স্বপ্নে ভাসি কল্পনায়
যদি মিলে ছন্দ দেই কবিতায় ডুব।।
এ আমার আত্ম প্রেম
শব্দের সন্ধানী হয়ে কেটে যাবে যুগ।
আমি যে নীরবচারী
গভীর নিঝুম রাতে মনে পড়ে খুব।।
কত রাত ভোর হল
বুনে শব্দের জাল দেখিনি প্রিয় মুখ।
কবিতা আর প্রিতম
দুই নেশাতেই আমি হয়ে যাই চুপ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন