বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০১৭

প্রবাসী জীবন আমার

প্রবাসী জীবন আমার...ও ও ও
প্রবাসী জীবন আমার।
বড় শূন্যতা এই বুকে বাঁধে যে বাসা
সারাক্ষণ বাড়ে বুকে হাহাকার।।

বাবা মা বন্ধু স্বজন ছেড়ে
একাকী এসেছি আমি দূর প্রবাসে,
মায়ের আদর আর বাবার শাসন
স্বজনের ভালোবাসা পিছনে ফেলে।।
আমারও ভালোবাসার আছে অধিকার....
তবু, একাকী জীবন আমার... ও ও ও
প্রবাসী জীবন আমার....

প্রেমিকার চিঠি পেয়ে
পড়তে দুচোখ ভাসে,
কখন যাবো আমি তার কাছে
হৃদয়ের কথাগুলো বলতে।।
গরীব আমি প্রয়োজন টাকার....
তাই,  একাকী জীবন আমার ও ও ও
প্রবাসী জীবন আমার।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন